Advertisement
Advertisement

Breaking News

শাড়ির সঙ্গে লেদার বেল্ট! উদ্ভট ফ্যাশনে নেটদুনিয়ায় খোরাক শিল্পা

এমন স্টাইল কে কবে দেখেছে!

Shilpa Shetty trolled for bizarre fashion
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 30, 2017 1:04 pm
  • Updated:October 1, 2019 6:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই পুজো। আর দুর্গাপুজোতে সব বাঙালি মেয়েই ট্র্যাডিশনাল সাজে সেজে উঠতে চায়। তাই পছন্দের তালিকায় প্রথমেই উঠে আসে শাড়ি। আপনি নিশ্চয় শুরু করে দিয়েছেন পুজোর কেনাকাটা?  তবে শাড়ি কিনলেই তো হবে না, ঠিক করে ফেলতে হবে কোন স্টাইলে পরবেন সেই শাড়ি। কারণ শাড়ি একমাত্র পোশাক যা আপনি পরে ফেলতে পারেন অনেকরকমভাবে। আটপৌরে কিংবা সামনে আঁচল দিয়ে শাড়ি আমরা প্রায়শই পরে থাকি। কিংবা শাড়ির সঙ্গে চাদর বা ওড়নাও নিয়ে থাকি অনেকসময়। বলিউডে রেখা থেকে আরম্ভ করে রানি মুখোপাধ্যায়, শাড়ি পরা নিয়ে অনেকরকমের এক্সপেরিমেন্ট করেছেন। কিন্তু শাড়ির সঙ্গে কেউ কি কখনও লেদারের বেল্ট পরেছেন? আজ্ঞে হ্যাঁ। এবার সেইরকমই কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন অভিনেত্রী শিল্পা শেঠি।

 [মিটল ঝামেলা, শাহরুখ-কাজলের ছবি শেয়ার করে ঘোষণা করণের]

Advertisement

Superdancer chapter 2, look 2- wearing @ahujaragini sari, @silverhouse.co.in jewellery & @louboutinworld heels for #superdancer season 2 today! Styled by @sanjanabatra asstisted by @akanksha_kapur. Team @ajayshelarmakeupartist hair by @sheetalfkhan @bethetribe Love u guys. #tribalglam #superdancerchapter2 #bethetribe #audition

A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty) on

ইনস্টাগ্রামে কিছুদিন আগেই বেনারসি দিয়ে তৈরি একটি পোশাক পরে সবাইকে চমকে দিয়েছিলেন শিল্পা। এবার তাঁকে দেখা গেল একটি নীল রঙের শিফন শাড়িতে। শাড়িতে বেশ ভালই লাগছে শিল্পাকে। কিন্তু শাড়ির সঙ্গে তিনি কোমরবন্ধনী হিসাবে পরেছেন লেদারের বেল্ট। যা দেখতে স্টাইলিশের বদলে বেশ উদ্ভটই লাগছে। ইনস্টাগ্রামে তাঁর সেই ছবিই ট্রোল হতে শুরু করেছে সোশ্যাল সাইটে। শাড়ির মতো ঐতিহ্যবাহী পোশাকে ওয়েস্টার্ন টাচ আনার একটা প্রচেষ্টা করেছিলেন অভিনেত্রী। কিন্তু হিতে বিপরীতই হল। তাঁর ছবিতেই অনেকে তাঁর পোশাককে ডিজাস্টার বলে মন্তব্য করেন। অনেকেই বললেন ফ্যাশনিয়েস্তা শিল্পা কী করে এধরনের এক্সপেরিমেন্ট করলেন!

[বিদেশি গানের সুর নকল ‘মিঠে আলো’য়! ক্ষুব্ধ সংগীত পরিচালকরা]

shilpa1-mos-full-size_083017124206

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement