Advertisement
Advertisement

Breaking News

Shilpa Shetty

সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী করলেন শিল্পা! নেটদুনিয়ার হাসির রোল

টুইটারে ট্রোলড করিনা কাপুরও। কিন্তু কেন?

Shilpa Shetty gets trolled for confusing Republic Day with Indian Independence Day | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 26, 2021 8:52 pm
  • Updated:January 26, 2021 9:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘটনাবহুল সাধারণতন্ত্র দিবস (Republic Day 2021)। ঘটনার এই স্রোতেই সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনা ঘটিয়ে বসলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। টুইটারে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে ভুল করে স্বাধীনতা দিবসের (Independence Day) শুভেচ্ছা জানিয়ে বসেন। হিন্দিতে টুইট করতে গিয়েই ভুলটি করে বসেন শিল্পা। প্রথম লাইনেই লেখেন, “স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।” এর পরের লাইনে আবার ইংরাজিতে ‘রিপালবিক ডে’ই লিখেছিলেন বলিউড অভিনেত্রী। ভুল বুঝেই পোস্টটি শুধরে ফেলেন। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে। নতুন টুইটেই পুরনো পোস্টের স্ক্রিনশট শেয়ার করে কেউ তাঁর শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন, কেউ আবার জানতে চান, নায়িকা কোন ধরনের নেশা করেছিলেন?

[আরও পড়ুন: কৃষকদের লালকেল্লা অভিযানে টলিপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া, কী মত নুসরত-রুদ্রনীল-স্বস্তিকার?]

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী করিনা কাপুরও (Kareena kapoor)। অন্তঃসত্ত্বা অবস্থায় যোগাভ্যাসের ছবি পোস্ট করেছিলেন করিনা। তাতেই নেটিজেনদের একাংশের সমালোচনার পাত্রী হন নবাবপত্নী। দেশের বেশিরভাগ দরিদ্র মহিলা যেখানে সন্তান প্রসবের আগে পর্যন্ত কাজ করেন, সেখানে তাঁর এই ‘বিলাসিতা’ করে যোগাভ্যাসের ফটোশুট নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

[আরও পড়ুন: ‘কোন বাঙালি বাড়িতে পুজোয় গোমাংস রান্না হয়? আমি তো জানি না!’ দেবলীনা কাণ্ডে রুদ্রনীল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement