Advertisement
Advertisement

Breaking News

Janhvi Kapoor

সারা রাত হাসপাতালে জাহ্নবীর পাশে হবু শাশুড়ি! ‘প্রেমিক’ শিখরের মায়ের যত্নেই সুস্থ অভিনেত্রী?

'প্রেমিক' শিখর পাহাড়িয়ার মা সারা রাত হাসপাতালে জাহ্নবী কাপুরের পাশে ছিলেন।

Shikhar Pahariya's mother took care of Janhvi Kapoor at hospital: Report
Published by: Sandipta Bhanja
  • Posted:July 31, 2024 6:58 pm
  • Updated:July 31, 2024 6:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিখর পাহাড়িয়ার (Shikhar Pahariya) সঙ্গে জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) প্রেম আর রাখঢাক নেই। বিটাউনের হাইপ্রোফাইল থেকে আম্বানিদের রেড কার্পেট সর্বত্র শিখরের হাত ধরে ঘোরেন তিনি। বাবা বনি কাপুরের তরফেও সবুজ সংকেত রয়েছে জাহ্নবী-শিখরের সম্পর্কে। তাঁদের রসায়ন মন কেড়েছে ভক্তদেরও। এবার শোনা যাচ্ছে, পাহাড়িয়া পরিবারেও নাকি হবু বউমা জাহ্নবীর কদর কম নয়! অভিনেত্রী যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখন সারা রাত তাঁর পাশে থেকেছেন প্রেমিক শিখরের মা।

সম্প্রতি আম্বানিদের বিয়ের অনুষ্ঠান কাটিয়েই খাদ্যে বিষক্রিয়ার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল জাহ্নবী কাপুরকে। দিন দুয়েক থাকার পর ছাড়া পেয়েছিলেন। সেইসময়েই নাকি হাসপাতালে দিনভর অভিনেত্রীর যত্ন নেন শিখর পাহাড়িয়ার মা। সম্প্রতি বলিউডের এক সাংবাদমাধ্যম থেকেই হবু বউমার প্রতি পাহাড়িয়াদের এমন ভালোবাসার খবর ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, জাহ্নবী কাপুর যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখন রাত জেগে অভিনেত্রীর সেবা করেছিলেন প্রেমিক শিখরের মা স্ম্রুতি শিণ্ডে। শুধু তাই নয়, হবু শাশুড়ি নাকি চিকিৎসকদের সঙ্গেও কথা বলে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন জাহ্নবীকে।

Advertisement
Janhvi Kapoor discharged from hospital following food poisoning
ছবি: ইনস্টাগ্রাম

[আরও পড়ুন: ‘বারবার ম্যানেজার…’, আধার কার্ডের অফিসে হেনস্তার শিকার জনপ্রিয় পরিচালক হনসলের মেয়ে]

বাবা বনি কাপুর জানিয়েছিলেন, “২০ জুলাই, শনিবার সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে জাহ্নবী। অনেকটাই সুস্থ এখন আগের তুলনায়। তবে পরিবারের সকলে ওর খুব যত্ন নিচ্ছে। খুশি তো আছেই। বন্ধু শিখর পাহাড়িয়াও রয়েছেন সর্বক্ষণ পাশে।” বলিউড মাধ্যম সূত্রে জানা গিয়েছিল, ‘উলঝ’ অভিনেত্রীর শরীর তখন মোটেই ভালো যাচ্ছিল না। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত, গায়ে হলুদ থেকে সব অনুষ্ঠানেই ‘ফুল অ্যাটেন্ডেস’ দিয়েছিলেন তিনি। আর আম্বানিদের বিয়ের অনুষ্ঠান শেষ হতেই অসুস্থ হয়ে পড়েন জাহ্নবী কাপুর। অভিনেত্রীর ঘনিষ্ঠ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল, “অভিনেত্রীর শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে, শেষমেশ পরিবারের তরফে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।” বর্তমানে ‘উলঝ’ সিনেমার প্রচারে ব্যস্ত জাহ্নবী কাপুর। যে ছবিতে ভারতীয় বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ কর্মী সুহানা ভাটিয়ার চরিত্রে দেখা যাবে তাঁকে। আড়াই মিনিটের এই ট্রেলারে রীতিমতো নজর কেড়েছে তাঁর অভিনয়। আগামী ২ আগস্ট ছবির রিলিজ। যার জেরে একাধিক প্রোমোশনের শিডিউল রয়েছে এখন অভিনেত্রীর।

[আরও পড়ুন: ‘মেয়ের জন্যই…’, অর্জুনের বেসুরো দাম্পত্যের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট স্ত্রী সৃজার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement