Advertisement
Advertisement
Aamar Boss

‘বদমাইশ…’, শিবপ্রসাদকে কানমোলা রাখি গুলজারের, ‘বসের উপর বাটপারি!’, ফোড়ন কাঞ্চন-সৌরসেনীর!

'বস' শিবপ্রসাদের মেজাজ নিয়ে উদ্বিগ্ন টিমের বাকিরা।

Shiboprosad, Rakhee Gulzar in Aamar Boss's new poster
Published by: Sandipta Bhanja
  • Posted:March 26, 2025 3:10 pm
  • Updated:March 26, 2025 3:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, সব সন্তানই মায়ের কাছে জব্দ। রাখি গুলজারের সঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্পর্কের সমীকরণও খানিক সেরকমই। ‘আমার বস’ ছবিতে মা-ছেলের ভূমিকায় দেখা যাবে তাঁদের। আগামী মে মাসে রিলিজ। তার প্রাক্কালেই ‘আদুরে’ শিবুর কান ধরে টান প্রবীণ অভিনেত্রীর। পরিচালক-অভিনেতা নিজেই শেয়ার করেছেন সেই ছবি। কেন, কোন অভিযোগ নিয়ে শিবপ্রসাদকে শাসন রাখি গুলজারের?

আসলে ‘ইফি’তে আন্তর্জাতিক সব সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় নেমে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘আমার বস’ বহুল প্রশংসিত হয়েছিল। দর্শকদের মন ছুঁয়েছে নন্দিতা রায়ের ফ্রেমে রাখি-শিবপ্রসাদের মিষ্টি রসায়ন। সেই প্রেক্ষিতেই প্রবীণ অভিনেত্রীর কাছে অনেকে প্রশ্ন রেখেছিলেন, বাংলা ছবিতে প্রত্যাবর্তন করতে দু’ দশক সময় লেগে গেল কেন? তার জবাবেই প্রবীণ অভিনেত্রী রসিকতা করে শিবপ্রসাদের কান মুলে দিয়ে বলেন, “এই বদমাইশ আমাকে আগে কেন রাজি করাল না?” এমন মিষ্টি ফ্রেমবন্দি মুহূর্তই শেয়ার করেছেন পরিচালক-অভিনেতা। আর বুধ সকালে ‘আমার বস’-এর পোস্টারেও দেখা গেল সেই মিষ্টি রসায়ন। যেখানে দেখা গেল, রাখির কানমলায় শিবুর প্রাণ ওষ্ঠাগত! প্রযোজনা সংস্থার পেজ থেকে সেই পোস্টার প্রকাশ্যে আসতেই ‘বস’-এর মেজাজ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন টিমের বাকিরা। শিবপ্রসাদ কি তাহলে এই ছবিতে বড্ড কড়া বস? সেই উত্তর মিলবে আগামী ৯ মে। কারণ সেদিনই প্রেক্ষাগৃহে আসছে ‘আমার বস’।

Advertisement

Aamar Boss to compete with 7 international films at the 55th IFFI

এদিকে সিনেমার বস শিবপ্রসাদকে কানমলা খেতে দেখে কাঞ্চন মল্লিকের মন্তব্য, ‘আমার বসকে এতটা খারাপ পরিস্থিতিতে দেখে খুব কষ্ট হচ্ছে!’ শ্রুতি দাস লিখেছেন, ‘বস-এর উপর বসগিরি, জিও!’ সৌরসেনী মিত্র পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘সর্বনাশ করেছে রে। এবার বসের মেজাজ ঠিক থাকলে হয়!’ সবমিলিয়ে ৯ মে রিলিজের প্রাক্কালেই সিনেমার পোস্টার চর্চায়। ‘আমার বস’ সিনেমার বিশেষ আকর্ষণ অবশ্যই মুখ্য ভূমিকায় রাখি গুলজারকে পাওয়া। আর টলিপাড়ার হিট মেশিন জুটি নন্দিতা-শিবপ্রসাদ বরাবর দর্শকদের যে গ্রীষ্মকালীন উপহার দিয়ে এসেছেন, সেগুলো বক্স অফিসেও বাজিমাত করেছে। বিগত দু বছর ধরে যদিও পুজো রিলিজের স্লটেও বিজয়রথ ছুটিয়েছেন তাঁরা। তবে গরমের ছুটির সঙ্গে নন্দিতা-শিবপ্রসাদের সিনেমা যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ‘আমার বস’। আর সেই চলচ্চিত্র উৎসবের মঞ্চেই কিনা রসিকতা করে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কান মুলে দেন রাখি গুলজার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub