Advertisement
Advertisement

Breaking News

Raktabeej

‘রক্তবীজ-এর বক্স অফিস রোজগার দর্শকদের ভালোবাসা’, ৩ কোটি পেরতেই আপ্লুত শিবপ্রসাদ

বক্স অফিসে উইন্ডোজ-এর 'ম্যাজিক ফিগার' ৮! কিন্তু কেন?

Shiboprosad Mukherjee on Raktabeej Box report, thanked audience | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 27, 2023 4:13 pm
  • Updated:October 27, 2023 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরসুমে দাপিয়ে ব্যাটিং করছে টলিউড ব্রিগেড। অতিমারী উত্তর পর্ব থেকেই খবর, বাংলা সিনেমা নাকি ‘হালে পানি পাচ্ছে না’! টলিউডের সুদিন-দুর্দিন নিয়েও চর্চার অন্ত নেই। তবে এবারের পুজোয় চাঙ্গা বাংলা সিনে ইন্ডাস্ট্রির বক্স অফিস। আর বক্স অফিসের রিপোর্টকার্ড নিয়ে যখন চর্চার অন্ত নেই, তখন দর্শকদের ভালোবাসাকে বুকে আঁকড়েই ‘রক্তবীজ’-এর বিজয়রথ ছুটিয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

টলিপাড়ার ‘বিগ ফ্রাইডে’ আপডেট শুক্রবার, ২৭ অক্টোবর প্যান ইন্ডিয়া রিলিজ ‘রক্তবীজ’-এর। বাংলার পর এবার প্রবাসী রাজ্যের দর্শকদের ভালোবাসা কুড়নোর পালা। উপরন্তু এই প্রথম পুজোর মরসুমে সিনেমা রিলিজ করেছেন নন্দিতা-শিবপ্রসাদ। ১২ বছরের সেই অপেক্ষা বিফলে যায়নি। দলে দলে সিনেমা হল ভরিয়ে রায় দিয়েছেন দর্শকরা। মাত্র ৮ দিন পেরিয়েই তিন কোটির ক্লাবে ঢুকে পড়েছে ‘রক্তবীজ’। তাছাড়া, বাজেটের ঢক্কা নিনাদের ফাঁদে পা না দিয়ে উইন্ডোজ জুটি বরাবরই দর্শকদের নার্ভের দিকে খেয়াল রেখেছেন। এর আগে নন্দিতা-শিবপ্রসাদের ‘বেলাশুরু’ ছবিও ৮ দিন ৩ কোটি টাকার ব্যবসা করেছিল। এই ৮ নম্বর দিনই সম্ভবত উইন্ডোজের ম্যাজিক ফিগার! সেই আবহেই পরিচালকজুটি বলছেন, “জীবনের প্রথম পুজো রিলিজের বক্স অফিসের রোজগার দর্শকদের ভালবাসা।” পুজোর কটা দিনও একশোরও বেশি হাউজফুল বোর্ডের সাক্ষী থেকেছে।

Advertisement

[আরও পড়ুন: এবার লালু প্রসাদ যাদবের বায়োপিক! মুখ্য ভূমিকায় বিহারের ভূমিপুত্র পঙ্কজ ত্রিপাঠী?]

প্রসঙ্গত, এবার পুজোয় মুক্তি পেয়েছে চার-চারটে বাংলা ছবি। ‘রক্তবীজ’, ‘দশম অবতার’, ‘বাঘাযতীন’ এবং ‘জঙ্গলে মিতিন মাসি’। সবকটি ছবিতেই তারকামুখের ভীড়। বিশেষভাবে ‘দশম অবতার’ এবং ‘রক্তবীজ’-এ। পুজোর মরসুমে মুক্তি পেয়েছে টাইগার শ্রফের ‘গণপত’ও। তবে বাংলার সিনেমাহলে দর্শকদের রায়ে সেই হিন্দি ছবি ছিটকে গিয়েছে দৌড়ে।

[আরও পড়ুন: এবার আসছে অমিতাভ-অক্ষয়ের ‘খাকি ২’, সিক্যুয়েলের মন্ত্রেই হাতের মুঠোয় বলিউডের বক্স অফিস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement