Advertisement
Advertisement

Breaking News

Satyajit Ray

জন্মদিনে সত্যজিৎ রায়ের ছবির সামনে খোদ ‘ভূতের রাজা’! ব্যাপারটা কী?

ছবিতেই লুকিয়ে প্রশ্নের উত্তর।

Shiboprosad Mukherjee's tribute Satyajit Ray | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 2, 2023 3:00 pm
  • Updated:May 2, 2023 3:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুপি-বাঘার জীবনে ত্রাতা হয়ে এসেছিলেন। এক, দুই, তিনটে বরও দিয়েছিলেন। সেই ভূতের রাজার দেখা আবার মিলল। এবার খোদ সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ছবির সামনে দাঁড়িয়ে পড়লেন তিনি। গল্প নয় সত্যি! ছবিটি শেয়ার করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)।

Advertisement

ব্যাপারটা কী? একটু খোলসা করেই বলা যাক। যিনি ছবি পোস্ট করেছেন আসলে তিনিই সেজেছেন ভূতের রাজা। হ্যাঁ, সত্যজিৎ রায়ের জন্মদিনে তাঁকে এভাবেই শ্রদ্ধা জানিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ভূতের রাজা সেজে কিংবদন্তি পরিচালকের সামনে তাঁকে হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আর ছবি আপলোড করে ক্যাপশনে শিবপ্রসাদ লিখেছেন, ‘প্রণাম’।

[আরও পড়ুন: বক্স অফিসে ব্যর্থ সলমনের ইদের ছবি, অভিনয় থেকে বিরতির সিদ্ধান্ত ভাইজানের!]

১৯৫৫ সালের ২৬ আগস্ট (পথের পাঁচালী-র মুক্তি) যদি বাংলা সিনেমার নবজন্মের দিন হয়, তাহলে ১৯২১ সালের ২ মে তারিখটা হচ্ছে সেই নবজন্মদাতার জন্মদিন। ১০২ বছর পূর্ণ করলেন সত্যজিৎ রায়। বাংলা সিনেমা যাঁর হাত ধরে এখনও পর্যন্ত এগিয়ে চলেছে। এমন মানুষকে শ্রদ্ধা জানাতে তাঁর সৃষ্ট চরিত্রেরই রূপ ধারণ করলেন শিবপ্রসাদ।

২০১৯ সালে মুক্তি পেয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘কণ্ঠ’। ছবিতে আরডে অর্জুন মল্লিকের চরিত্রে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ। তার জন্যই ভূতের রাজের এই সাজ তিনি সেজেছিলেন। সম্ভবত সেই সময়কার ছবি শিবপ্রসাদ কিংবদন্তির জন্মদিনে শেয়ার করেছেন।

[আরও পড়ুন: ‘পথের পাঁচালী’র গ্রামীণ জীবন থেকে শহুরে ‘মহানগর’, সত্যজিতের ছবিতে বাঙালিয়ানা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement