Advertisement
Advertisement

Breaking News

Shiboprosad Mukherjee

ভবানী ভবনে শিবপ্রসাদ-জিনিয়া, দেবভক্তদের কটাক্ষের কারণেই কি গোয়েন্দা দপ্তরে নালিশ?

রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরে সস্ত্রীক পরিচালক শিবপ্রসাদ। কেন?

Shiboprosad Mukherjee, Zinia Sen visits Bhawani Bhawan, why?
Published by: Sandipta Bhanja
  • Posted:January 8, 2025 2:20 pm
  • Updated:January 8, 2025 2:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই দেবভক্তদের একাংশের রোষানলে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। হুঁশিয়ারি, দেবের সঙ্গে একসঙ্গে সিনেমা রিলিজ করা হলে ‘দেবভক্তদের পাওয়ার’ কি জিনিস তা দেখিয়ে দেওয়া হবে। পালটা দিয়েছেন চিত্রনাট্যকার জিনিয়া সেন। ‘পুষ্পা’ স্টাইলেই লিখেছেন ‘ঝুঁকেগা নেহি!’ মঙ্গলবার দিনভর এই বিষয়ে সোশাল মিডিয়ায় উত্তপ্ত। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ভবানী ভবনে দেখা গেল শিবপ্রসাদ-জিনিয়াকে। কটাক্ষের কারণেই কি গোয়েন্দা দপ্তরে নালিশ জানাতে গিয়েছেন তারকাদম্পতি?

টলিপাড়ার তারকাদম্পতি যদিও কুলুপ এঁটেছেন, তবে বুধবার রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর থেকে জিনিয়া এবং শিবপ্রসাদকে বেরতে দেখে ফের শোরগোল। একাংশ মনে করছেন, নালিশ ঠুকতেই সোজা ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন তাঁরা। এদিকে সূত্রের খবর, গুরুত্বপূর্ণ কারণেই নাকি রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরের পুলিশকর্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটাপড়ায় ইতিমধ্যেই ভাইরাল। প্রশ্ন উঠেছে, নেটপাড়ায় দেবভক্তদের ‘দুষ্টুমি’ থামাতেই কি ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন তারকাদম্পতি নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? এখানেই আরেক জল্পনার সূত্রপাত!চলতি বছর ‘রক্তবীজ’ সিনেমার সিক্যুয়েল নিয়ে আসছে উইন্ডোজ প্রযোজনা সংস্থা। সেই ‘রক্তবীজ ২’ ছবিতেও পুলিশি দপ্তরের গৌরবময় আখ্যান দেখা যেতে পারে প্রথমছবির মতো। হোমওয়ার্কের জন্যই কি এদিন রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর ভবানী ভবনে পৌঁছে গিয়েছিলেন পরিচালক শিবপ্রসাদ এবং চিত্রনাট্যকার জিনিয়া সেন? এমন জল্পনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement
রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরে জিনিয়া-শিবপ্রসাদ (ছবি- সংগৃহীত)

কথাতেই আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া-পড়শির ঘুম নেই!’ ‘খাদান’-এর প্রথম হল ভিজিটের পর দেব নিজে বলেছিলেন ‘বহুরূপী’ বিগেস্ট হিট। আর এই সাফল্য ‘খাদান’কে সাহায্য করেছে দর্শককে বেঁধে রাখার ক্ষেত্রে। কিন্তু মঙ্গলবার আচমকা শিবপ্রসাদকে আক্রমণ করা শুরু করে দেবভক্তরা। পরিচালককে ট্যাগ করে একাধিক মন্তব্যের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন স্ত্রী জিনিয়া। তাতে লেখা, ‘দেবদার সাথে রিলিজ বন্ধ কর নাহলে তোর অবস্থা খারাপ করে দেব। দেব ফ্যান-পাওয়ার জানিস না কি জিনিস, ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা নাহলে আমরা দেব ফ্যানরা মিলে তোকে শুধরে দেব।’ অকথ্যভাষায় গালিগালাজও করা হয়েছে পরিচালক-অভিনেতাকে। এতেই জিনিয়ার জবাব, ‘ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশাল মিডিয়া লাইফের একটা অংশ। অন্তহীন ট্রোলিং, মুক্তির দিনে কাউন্টার ভোটিং আমাদের সিনেমাকে আটকাতে পারেনি, পারবেও না। যতই আইটি সেল আর রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতা থাক। ঠিক যেমনটা ‘পুষ্পা’ বলেছিল, হাম ঝুঁকেগা নেহি…।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement