সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বস মানেই কি বদরাগী, অত্যাচারী, দুর্মুখ? আপনার ভালোমন্দ বুঝতে চান না? কাজের চাপে আপনি রোজ রোজ নাকাল হচ্ছেন? পরিবারের জন্য বরাদ্দ সময়ও কি অফিস কেড়ে নিচ্ছে? এমনই যদি হয় আপনার বস, তাহলে অবিলম্বে তাঁর সংসর্গ ত্যাগ করুন। দেশের কর্মসংস্কৃতি শোধরাতে গিয়ে নামী শিল্পপতির আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে এমনই খোঁচা দেওয়া পোস্ট করলেন টলিউড পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়। এই মুহূর্তে তাঁরা নিজেদের সিনেমা ‘আমার বস’ নিয়ে ব্যস্ত। ফলে ‘বস’ চরিত্রটা নিয়ে কাটাছেঁড়া তাঁদের পক্ষে স্বাভাবিকই। সেইসঙ্গে দর্শকদেরও এই সুযোগ সতর্ক করে দেওয়া হল। আপাতত সোশাল মিডিয়ার পাতায় পাতায় ঘুরছে শিবপ্রসাদ-নন্দিতার পোস্টটি।
দিন কয়েক ধরেই বিষয়টি নিয়ে তুমুল চর্চা চলছে দেশজুড়ে। কর্মসংস্কৃতি ফেরাতে অদ্ভূত নিদান দিয়েছেন ‘লারসেন অ্যান্ড টুবরো’ কোম্পানির চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যম। তাঁর দাবি, “রবিবারও সংস্থার কর্মীদের করা উচিত। বাড়িতে বসে কতক্ষণ স্ত্রীর মুখ দেখবেন আপনারা?” এহেন ‘ইঁদুর দৌড়’ কমসংস্কৃতি নিয়ে সংস্থার শীর্ষকর্তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে সব মহলে। এতে যেমন কর্মীদের উপর মালিকপক্ষের বাড়তি চাপ দেওয়ার প্রবণতা প্রকাশ পাচ্ছে, তেমনই চাপের জেরে কর্মীদের মানসিক স্বাস্থ্য নিয়েও উদ্বেগ বেড়েছে। এনিয়ে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন-সহ অনেকেই।
বহুবছর পর টলিউডের সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদের হাত ধরে বাংলা ছবিতে কাজ করছেন রাখি গুলজার। ছবির নাম ‘আমার বস’। গত বছরে শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। মে মাসের ১৬ তারিখ, গ্রীষ্মের ছুটির মাঝে ছবিটি মুক্তি পাবে। বিষয়বস্তু সম্পর্কে নির্দিষ্ট কোনও গল্প জানা না গেলেও এটুকু স্পষ্ট, নারীর ক্ষমতায়ন, সংগ্রাম ঘিরে আবর্তিত ছবির কাহিনি। ‘বস’ শব্দটার মধ্যেই সেই ‘দাপট’ তো আছেই। সেই কারণেই বোধহয় এল অ্যান্ড টি-র চেয়ারম্যানের বার্তার প্রতিবাদ জানাতে গিয়ে শিবপ্রসাদ-নন্দিতা নিজেদের ছবি ‘আমার বস’কে বেছে নিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.