Advertisement
Advertisement

Breaking News

Sherlyn chopra Rahul Gandhi

‘রাহুল গান্ধীকে বিয়ে করার জন্য তৈরি, কিন্তু…’, শর্ত চাপালেন শার্লিন চোপড়া

কোন শর্তে তিনি নেতাকে বিয়ে করবেন?

Sherlyn chopra is all set to get married with Rahul Gandhi | sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 7, 2023 9:31 pm
  • Updated:August 7, 2023 9:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা সভায় প্রকাশ্যেই দিন কয়েক আগে রাহুল গান্ধীকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন লালুপ্রসাদ যাদব। হাজার হলেও তিনি বর্তমানে রাজনৈতিক দুনিয়ার ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। নেটপাড়াতেও পাপ্পু নামে কম ঠাট্টা, বিদ্রুপের শিকার হতে হয় না তাঁকে। এবার বলিপাড়ার বিতর্কিত নায়িকা শার্লিন চোপড়া তাঁকে বিয়ের ইচ্ছেপ্রকাশ করলেন।

ক্যামেরার সামনে তাঁর খুল্লামখুল্লা অবতারের জন্য তিনি বেজায় জনপ্রিয়। তবে দীর্ঘ কয়েক বছর পর্দায় দেখা না দিলেও খবরের শিরোনামে এসেছেন নানা বিতর্কের জন্য। কখনও রাখি সাওয়ান্তের সঙ্গে বিবাদের জেরে আবার কখনও বা রাজ কুন্দ্রার পর্নকাণ্ডে নাম জড়িয়ে চর্চায় থেকেছেন শার্লিন। এবার রাহুল গান্ধীর সঙ্গে বিয়ের ইচ্ছেপ্রকাশ করলেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি বান্দার ব্যান্ডস্ট্যান্ডে পাপ্পারাজিদের মুখোমুখি হন শার্লিন চোপড়া। সেখানেই বিয়ে সম্পর্কিত প্রশ্নের মুকে পড়েন। তাঁকে প্রশ্ন ছোঁড়া হয়, ‘আপনি কি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বিয়ে করতে রাজি হবেন?’ আসলে সাংসদ পদ খোয়ানোর পর সম্প্রতি সেই আসন ফিরে পেয়েছেন রাহুল। তাই নিত্যদিন খবরের শিরোনামে থাকছেন তিনি। আর সেই প্রেক্ষিতেই পাপ্পারাজিরা শার্লিনকে ওই প্রশ্ন ছোঁড়েন। এবং সকলকে অবাক করে দিয়ে অভিনেত্রী যা উত্তর দেন, তা শুনলে হতবাক হয়ে যাবেন আপনিও। বললেন, “অবশ্যই বিয়ে করতে চাই রাহুল গান্ধীকে। কিন্তু বিয়ের পর পদবী বদলাব না।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sherlyn Chopra (@sherlynchopra_official84)

প্রসঙ্গত, একতা কাপুরের হাত ধরেই পর্দায় ফের পুনর্জন্ম হতে চলেছে শার্লিন চোপড়ার। অভিনেত্রী নিজেই এমনটা দাবি করেছেন। ‘টেলিভিশন ক্যুইন’-এর হাত ধরে তাঁর পরবর্তী প্রজেক্ট ‘পৌরুষপুর ২’ দিয়েই দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন বলিপাড়ার বোল্ড নায়িকা। কিডনির অসুখে ভুগে কাজ থেকে সরে গিয়েছিলেন। ডাক্তাররা বলেছিলেন, তিন মাসের বেশি বাঁচবেন না তিনি। তবে মনে জেদ চেপেই অসুখের সঙ্গে লড়াই করে ফিনিক্স পাখির মতো ফিরে এসেছেন শার্লিন চোপড়া। আর এই সেকেন্ড ইনিংসের জন্য একতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সিরিজ নিয়ে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গেই রাহুল গান্ধীর কথা উল্লেখ করেন শার্লিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement