Advertisement
Advertisement

Breaking News

Shekhar Ravjiani

কণ্ঠস্বর হারিয়েছিলেন গায়ক-সুরকার শেখর রাভজিয়ানি! কী হয়েছিল?

ভয়ংকর অভিজ্ঞতা জানালেন তারকা শিল্পী।

Shekhar Ravjiani opened up about health issues and loosing voice
Published by: Suparna Majumder
  • Posted:November 19, 2024 2:09 pm
  • Updated:November 19, 2024 4:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বেশরম রং’ হোক বা ‘ঝুমে জো পাঠান’, তাঁর কণ্ঠের জাদুকাঠির ছোঁয়া তাতে থাকে। বলিউডের জনপ্রিয় সুরকার জুটি বিশাল-শেখর। সঙ্গীতশিল্পী হিসেবেও দুজনের বেশ নাম রয়েছে। কিন্তু এই জুটির অন্যতম শেখর রাভজিয়ানির (Shekhar Ravjiani) সঙ্গে ভয়ংকর ঘটনা ঘটেছিল। নিজের কণ্ঠস্বর হারিয়েছিলেন তিনি।

Shekhar-Ravjiani-2

Advertisement

বছর দুয়েক আগে এই ঘটনা শেখরের সঙ্গে ঘটেছিল। এতদিনে তিনি সোশাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করে নেন। সঙ্গীতশিল্পী জানান, তাঁর বামদিকের ভোকাল কর্ড পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল। সেই কারণেই তিনি কণ্ঠস্বর হারান। নিজের পোস্টে শেখর লেখেন, ‘আমি ধ্বংস হয়ে গিয়েছিলাম।’

শেখর জানান, হতাশার অন্ধকারে ডুবে গিয়েছিলেন তিনি। ভেবেছিলেন, আর হয়তো কখনও গাইতে পারবেন না। শিল্পীর পরিবারের সদস্যরাও তাঁর অবস্থা দেখে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তবে কাজ থামাননি শেখর। নিজের কণ্ঠস্বর ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করছিলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SHEYKHAR (@shekharravjiani)

এমন পরিস্থিতিতেই সান দিয়াগোতে গিয়েছিলেন শেখর। সেখানে জেরেমি নামের একজনের সঙ্গে তাঁর দেখা হয়। শিল্পী জানান, জেরেমি তাঁর জীবনে ডা. এরিন ওয়ালশ নামের দেবদূতকে নিয়ে আসেন। কোভিডের কারণে এরিনের সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি শেখর। তবে জুম কলে তাঁদের কথা হয়। সেই সময় কান্নায় ভেঙে পড়েন শেখর। জানান, তিনি আবার গান গাইতে চান।

এরিন শেখরকে সাহস দেন, নিজের উপর বিশ্বাস হারাতে বারণ করেন। প্রথমে গলার স্বর ভেঙে যেত। কিন্তু শেখর হাল ছাড়েননি। সময়ের সঙ্গে সঙ্গে সাফল্য মেলে। কয়েক সপ্তাহের মধ্যেই নিজের কণ্ঠস্বর ফিরে পান শেখর। শিল্পী জানান, এই ঘটনার পর তাঁর এমন অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে যাঁরা কোভিড পরবর্তীকালে নিজেদের কণ্ঠ হারিয়েছেন। তবে হাল না ছাড়ার আর্জি জানিয়েছেন শিল্পী। সকলকে বিশ্বাস রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement