Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

ক্যাটরিনা, সোনাক্ষীর পর এবার সলমনের হাত ধরে বলিউডে আসছেন শেহনাজ গিল!

কোন ছবিতে দেখা যাবে শেহনাজকে?

Shehnaaz Gill Finally Making Her Bollywood Debut With Salman Khan | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 29, 2022 3:57 pm
  • Updated:April 29, 2022 3:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাটরিনা কাইফ, জরিন খান, সোনাক্ষী সিনহার পর সলমন খানের (Salman Khan) হাত ধরে এবার বলিউড সিনেমায় পা দিতে চলেছেন শেহনাজ গিল (Shehnaaz Kaur Gill)। বিগ বস থেকে জনপ্রিয়তা কুড়িয়ে বিশেষ করে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বার বার খবরের শিরোনামে আসেন শেহনাজ। আর এই শেহনজাকেই প্রথম থেকে বেশ পছন্দ সলমনের। এমনকী, সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজের পাশেও দাঁড়িয়ে ছিলেন সলমন খান। আর এবার শেহনাজকে সলমন দিতে চলেছেন নতুন কেরিয়ার।

হ্যাঁ, বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে সলমন ও শেহনাজের এই গপ্পো। সূত্রের খবর অনুযায়ী, সলমন নাকি স্পষ্ট শেহনাজকে জানিয়েছেন, তুমি সিনেমায় অভিনয়ের জন্য যত খুশি টাকা পারিশ্রমিক হিসেবে নিতে পার। এমনকী, শুটিংয়ের দিনক্ষণ তুমিই ঠিক করবে।

Advertisement

[আরও পড়ুন: তথাগতর সঙ্গে ছুটি কাটাচ্ছেন বিবৃতি? অভিনেত্রীর সমুদ্রে বেড়ানোর ছবি দেখে জোর চর্চা টলিপাড়ায়]

তা সলমনের কোন সিনেমায় দেখা যাবে শেহনাজকে?

শোনা যাচ্ছে, সলমনের কভি ইদ কভি দিওয়ালি ছবিতেই অভিনয় করতে চলেছেন শেহনাজ। তবে এই ছবির একমাত্র নায়িকা তিনিই হবেন কিনা, তা নিয়ে এখনও সঠিক কোনও খবর পাওয়া যায়নি।

সলমনের ঝুলিতে এখন বেশ কয়েকটা ছবি। যার মধ্যে রয়েছে ‘টাইগার থ্রি’, ‘বজরঙ্গি ভাইজানে’র সিক্যুয়েল, ‘নো এন্ট্রি’ ছবির সিক্যুয়েলও। তার মাঝে শেহনাজকে নিয়ে ছবি তৈরির ঘোষণা করলেন সলমন।

Bollywood actor Salman Khan talks about south Indian movies

[আরও পড়ুন: সত্যিই কি প্রেম করছেন? রুকমার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে মুখ খুললেন অভিনেতা রাহুল ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement