Advertisement
Advertisement
She-Hulk

মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো হাল্কের চরিত্রেও এবার মহিলা! দেখা যাবে এই অভিনেত্রীকে

সুপারহিরোদের কাল্পনিক জগতেও পরিবর্তন।

She-Hulk in Bengali News: Tatiana Maslani will play She-Hulk in Marvel Series | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 18, 2020 4:13 pm
  • Updated:September 18, 2020 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পালটানো যুগের সঙ্গে পালটেছে সমাজ। পালটেছে মানুষের চিন্তাধারা। বাস্তবের পরিবর্তনের প্রতিফলন এবার দেখা যাবে সুপারহিরোদের কাল্পনিক জগতেও। মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো চরিত্র হাল্কের ভূমিকায় এবার দেখা যাবে একজন মহিলা অভিনেত্রীকে।

মার্ভেলের ইতিহাসে মহিলা সুপারহিরোর চরিত্র রয়েছে। ক্যাপ্টেন মার্ভেল হিসেবে ব্রি লারসন (Brie Larson)। গামোরার চরিত্রে জো সালডানাও (Zoe Saldana) নজর কেড়েছেন। ‘ওয়ান্ডার উওম্যান’ হিসেবে দেখা গিয়েছে গাল গাডোটকে (Gal Gadot)।  তবে হাল্কের (Hulk) চরিত্রে এতদিন দর্শকরা পুরষদের দেখতেই অভ্যস্ত ছিলেন। এই চরিত্রে এর আগে দেখা গিয়েছে এডওয়ার্ড নর্টন, এরিক ব্যানা, মার্ক রাফালোর মতো অভিনেতাদের। শেষবার ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ (Avengers Endgame) ছবিতে মার্ক রাফালো (Mark Ruffalo) এই চরিত্রে অভিনয় করেন। তিনিই মহিলা হাল্কের খবরে সিলমোহর দেন টুইটারে (Twitter)। জানান মার্ভেলের সিরিজ ‘শি হাল্ক’-এ বিশেষ এই চরিত্রে অভিনয় করবেন টাটিয়ানা মাসলেনি (Tatiana Maslany)। কাল্পনিক সুপাহিরোদের পরিবারে টাটিয়ানাকে স্বাগত জানান মার্ক।

Advertisement

[আরও পড়ুন: জন্মদিনের শুভেচ্ছার উত্তরে করণ জোহরের প্রশংসা মোদির, নেটদুনিয়ায় হাসির খোরাক কঙ্গনা ]

কানাডিয়ান বংশোদ্ভুত ৩৪ বছরের টাটিয়ানা। ইংরাজি ছাড়াও একাধিক ভাষায় পারদর্শী তিনি। স্কুলে পড়ার সময় থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। একাধিক টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘অরফ্যান ব্ল্যাক’ (Orphan Black) সিরিজে। তাঁর জন্য এমি (Emmy) পুরস্কারও পেয়েছেন। খুব শিগগিরিই মার্ভেল (Marvel) টিমের সঙ্গে যুক্ত হবেন টাটিয়ানা। সুরক্ষা বিধি মেনে শুটিং শুরু করবেন। ডিজনি প্লাসে (Disney+) দেখা যাবে মার্ভেলের এই নতুন সিরিজটি। পাইলট এপিসোডের শুটিংয়ের দায়িত্বে কেট কায়রো। সিরিজে টাটিয়ানার চরিত্রের নাম হবে জেনিফার ওয়াল্টার। যা পরে ‘শি-হাল্ক’-এর (She Hulk) রূপ নেবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

(📸: @selashiloni)

A post shared by Tat Maslany (@tatianamaslany) on

[আরও পড়ুন: FAU-G নিয়ে কোনও গুজব ছড়ানো যাবে না, আদালতের নির্দেশে স্বস্তিতে অক্ষয় কুমার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement