Advertisement
Advertisement
Shatabdi Roy

পর্দায় ভূত হয়ে ফিরছেন শতাব্দী! ‘বাৎসরিক’ ছবির প্রথম ঝলকে চমক অভিনেত্রীর

মৈনাক ভৌমিকের পরিচালনায় কাজ করেছেন শতাব্দী।

Shatabdi Roy is returning to the big screen! What surprises did the actress give in the first glimpse of the film 'Batsarik'?

ছবি ইনস্টাগ্রাম

Published by: Manasi Nath
  • Posted:April 15, 2025 3:27 pm
  • Updated:April 15, 2025 3:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসদ-অভিনেত্রী শতাব্দী রায় বহুবছর পর আবার বড়পর্দায় কামব্যাক করছেন। এই খবর আগেই জানা গিয়েছিল। পরিচালক মৈনাক ভৌমিকের ছবি ‘বাৎসরিক’-এ অভিনয় করেছেন তিনি। শতাব্দীর এই কামব্যাকে তাঁর সঙ্গী হচ্ছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। পয়লা বৈশাখের সকালে ছবির পোস্টারের ফার্স্ট লুক প্রকাশ্যে এল।

‘বাৎসরিক’ ছবির পোস্টারে দেখা যাচ্ছে, একটি খালি ছবির ফ্রেমে রজনীগন্ধার মালা পরানো রয়েছে। পাশে রাখা একটি খালি ফুলদানি, বেশ কিছু বই এবং ধূপদানি ও প্রদীপ। সেই পোস্টার দেখে একটা গা ছমছমে অনুভূতির সৃষ্টি হয়েছে নেটিজেনদের মনে। খানিক রহস্যেরও আভাস দিয়েছে এই পোস্টার। ফাটা ফটোফ্রেম থেকে ছবি উধাও। স্বভাবতই প্রশ্ন জাগছে, এটি কি তাহলে কোনও ভূতুড়ে কাণ্ড!

Advertisement

প্রসঙ্গত, মৈনাকের ‘বাৎসরিক’ অতিপ্রাকৃৎ ঘরানার ছবি। বলা যায়, পর্দায় হাড়হিম করা ভূতের গল্প আনতে চলেছেন পরিচালক। সেই ছবিতে কি তবে শতাব্দীকে অশরীরী কোনও চরিত্রে দেখা যাবে? ছবির গল্প অনুসারে, ঋতাভরী চক্রবর্তী অভিনীত চরিত্রটি স্বামীকে হারিয়েছে, আর শতাব্দী অভিনীত চরিত্রটি তাঁর ভাইকে। স্বামীর মৃত্যুর পর একা হয়ে যাওয়া স্ত্রী এবং তার ননদ ভাবছে, তাদের বাড়িটি তারা রাখবে না বিক্রি করে দেবে? কারণ, এক জনের মৃত্যু বাড়িটিতে যেন কালো ছায়া ফেলে দিয়েছে। এমন অবস্থায় ননদ ও ভাইয়ের বউয়ের সম্পর্কের সমীকরণ গল্পের মূল বিষয় হয়ে উঠবে। মৈনাক বরাবর পর্দায় সম্পর্কের গল্প বুনেছেন। এবার অতিপ্রাকৃত বিষয় নিয়ে কাজ করেছেন। অন্যদিকে শতাব্দীও সেভাবে হরর ঘরানার ছবিতে কাজ করেননি। মৈনাকের পরিচালনায় শতাব্দী ও ঋতাভরীর কেমিস্ট্রি দর্শকের মনে ধরে কিনা তা জানা যাবে ৬ জুন ছবিটি মুক্তির পর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement