Advertisement
Advertisement

Breaking News

Sharmila Tagore

‘এটাও জানো না?’, হিন্দি-বাংলা ভাষা গুলিয়ে ফেলায় সইফ-করণকে ‘ধমক’ শর্মিলার

কী বললেন প্রবীণ বলিউড অভিনেত্রী?

Sharmila Tagore is aghast as Saif Ali Khan don't know the meaning of putra moh | Sangbad Pratidin

ছবি- ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:December 29, 2023 7:24 pm
  • Updated:December 29, 2023 7:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাষা নিয়ে বরাবরই সচেতন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। সে হিন্দি হোক বা বাংলা। একবার ভুল বাংলা বলায় আদিত্য নারায়ণকে প্রকাশ্যেই বকুনি দিয়ে বলেছিলেন, “আমরা বাঙালি হয়ে হিন্দিতে কথা বলি। তোমরা বাংলা শিখবে না কেন?” এবার করণ জোহরের রিয়ালিটি শোয়ে হিন্দি-বাংলা ভাষা গুলিয়ে ফেলায় ছেলে সইফ আলি খানকে (Saif Ali Khan) ধমক শর্মিলার।

‘কফি উইথ করণ’-এ ছেলের প্রতি ভালোবাসার কথা জানাতে গিয়ে ‘পুত্র মোহ’ শব্দটি ব্যবহার করেন প্রবীণ অভিনেত্রী। কিন্তু সে কী, এই শব্দের অর্থ সইফ কিংবা করণের কেউই জানেন না! দেখে হতভম্ব হয়ে যান শর্মিলা ঠাকুর। দুই তারকা যখন একে-অপরের দিকে চাওয়া-চাওয়ি করছেন, তখন অভিনেত্রী খানিক অবাক হয়েই সইফ আলি খানের উদ্দেশে বলেন, “আরে, তুমি তো হিন্দিভাষী অভিনেতা। পুত্র মানে ছেলে।” তৎক্ষণাৎ সইফের প্রশ্ন আর এই ‘মোহ’ শব্দটার মানে কী? এটা কি বাংলাভাষা, নাকি ‘পুত্র মোহ’ মানে আমার ছেলে? করণও ঘাড় নেড়ে সম্মতি জানান।

Advertisement

[আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগে আচমকাই রাজনাথ সিংয়ের বাড়িতে অনুপম খের, কী নিয়ে কথা হল?]

এসব শুনে শর্মিলা বলেন, “থাক, আমি আশা ছেড়েই দিলাম!” শেষমেশ নিজেই খোলসা করলেন, “পুত্র মোহ শব্দের অর্থ ছেলের প্রতি স্নেহ।” সম্প্রতি, ‘কফি উইথ করণ’ শোয়ে হাজির হয়েছিলেন সইফ-শর্মিলা। সেখানেই ছেলের বাংলা-হিন্দি গুলিয়ে ফেলায় হতভম্ব হয়ে যান প্রবীণ বলিউড অভিনেত্রী।

[আরও পড়ুন: ‘প্ল্যানচেট করে দশরথকে ডাকা হোক’, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগেই খোঁচা নচিকেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement