সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা জীবন গানের সাধনা করে গিয়েছে। জীবনের শেষ মুহূর্তেও সুরই ছিল তাঁর সঙ্গী। মৃত্যুশয্যাতেও গুনগুন করে ছটের গান গাইছিলেন ‘বিহার কোকিলা’ সারদা সিনহা। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর সেই ভিডিও। যা দেখে স্মৃতিকাতর অনুরাগীরা।
২০১৮ সাল থেকে মাল্টিপল মায়লোমায় আক্রান্ত ছিলেন ৭২ বছরের শিল্পী। এটি এক ধরনের ব্লাড ক্যানসার। কর্কট রোগের আঘাতে শিল্পী বেশ দুর্বল হয়ে গিয়েছিলেন। তাঁর নাকে লাগানো ছিল নল। তার মধ্যেই ছটের গান গাইছিলেন গুনগুনিয়ে। যেন এই গানের সুরেই তাঁর মুক্তি। শিল্পীর ভিডিও দেখে নেটিজেনদের চোখেও জল। সকলেই শিল্পীকে কুর্নিশ জানিয়েছেন।
View this post on Instagram
সঙ্গীতশিল্পী হিসেবে কেরিয়ারের শুরুর সময় থেকেই লোকসঙ্গীতকেই বেছে নেন সারদা সিনহা। ভোজপুরি, মৈথিলি এবং হিন্দি লোকসঙ্গীতের প্রসারের জন্য জাতীয় স্বীকৃতি অর্জন করেছেন। এমনকী, বলিউড ছবিতেও গান গেয়েছেন সারদা। সলমন খান ও মাধুরী দীক্ষিতের ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে ‘বাবুল’ গানটি গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন সারদা। ২০১৮ সালে সঙ্গীত মহলে তাঁর অবদানের জন্য সারদা সিনহাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়।
সারদা সিনহার ছটের গান বিহারে তুমুল জনপ্রিয়। ঘটনাচক্রে ছটপুজোর রাতেই শিল্পী শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘প্রখ্যাত লোকশিল্পী সারদা সিনহার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর গাওয়া মৈথিলি এবং ভোজপুরি লোকগান গত কয়েক দশক ধরে অত্যন্ত জনপ্রিয়। ছটপুজোর বিশ্বাস সংক্রান্ত সুমধুর গানগুলো চিরকাল প্রতিধ্বনিত হবে। ওঁর চলে যাওয়া সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি।’ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘প্রখ্যাত লোকশিল্পী সারদা সিনহার প্রয়াণে শোকাহত। তিনি বিহারের কোকিলা নামেও খ্যাত ছিলেন। ভোজপুরি, মৈথিলি ও মাগধী ভাষায় তাঁর সুমধুর কণ্ঠস্বর চিরস্মরণীয় হয়ে থাকবে। শিল্পীর পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা রইল।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.