Advertisement
Advertisement

Breaking News

Raghav-Parineeti

রাঘব-পরিণীতির সংসারে সুখবর! দিল্লির বাড়িতে আশীর্বাদ করতে এলেন শংকরাচার্য

পরিণীতির কোচরে ফলপ্রসাদও দান করেন শংকরাচার্য। বিয়ের বছর ঘুরতেই সুখবর?

Shankaracharya performs puja at Raghav Chadha, Parineeti Chopra's Delhi home
Published by: Sandipta Bhanja
  • Posted:October 27, 2024 8:49 pm
  • Updated:October 27, 2024 8:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজস্থানে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েছিলেন রাঘব-পরিণীতি (Raghav Chadha, Parineeti Chopra)। আপ সাংসদের সঙ্গে বর্তমানে সুখের ঘরকন্না অভিনেত্রীর। সম্প্রতি রীতি রেওয়াজ মেনে নিষ্ঠা ভরে করবা চৌথ পালন করেছেন তারকাদম্পতি। এবার তার সপ্তাহ ঘুরতেই রাঘব-পরিণীতি বাড়িতে পা রাখলেন শংকরাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ।

Advertisement

শংকরাচার্যকে নিজেদের দিল্লির বাসভবনে আমন্ত্রণ করেছিলেন তারকাদম্পতি। সেই ডাকে সাড়া দিয়ে আম আদমি পার্টির সাংসদের বাড়িতে আশীর্বাদ করতে পৌঁছে গিয়েছিলেন শংকরাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। তাহলে কি বিয়ের বছর ঘুরতেই রাঘব-পরিণীতির সংসারে সুখবর? সেই আপাতত উত্তর অধরা থাকলেও জানা গিয়েছে, সনাতন রীতি অনুযায়ী তারকাদম্পতি তাঁদের বাড়িতে ‘পাদুকা পুজোর’ আয়োজন করেছিলেন। সেই জন্যই উত্তরাখণ্ডের জ্যোতিষ পীঠের ৪৬তম শংকরাচার্যকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাও। পুজোর পর শংকরাচার্যর পা ধুইয়ে আশীর্বাদও নেন রাঘব চাড্ডা। আরেকটি ছবিতে পরিণীতির কোচরে ফলপ্রসাদও দান করতে দেখা যায় শংকরাচার্যকে। বেশ কজন সাধুসন্তরাও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।

গত সপ্তাহেই বিয়ের পর দ্বিতীয় করবা চৌথ (Karwa Chauth 2024) পালন করেছেন রাঘব-পরিণীতি। রবিবার দিনভর নির্জলা উপোস করে চাঁদ দেখে তবেই সাংসদ স্বামীর হাত থেকে জল পান করেছেন অভিনেত্রী। আর স্বামীর মঙ্গলকামনায় স্ত্রীয়ের এহেন নিষ্ঠা ভরা আচার-রীতি দেখে যেন নতুন করে পরিণীতি চোপড়ার(Parineeti Chopra) প্রেমে পড়েছেন রাঘব চাড্ডা। তাই প্রকাশ্যে সেসব ছবি শেয়ার করে প্রেম জাহির করতেও পিছপা হননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement