সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! সোশাল মিডিয়ার ঠেলায় বৃহস্পতিবার সকাল সকাল একডজন ফোন! আর ফোনেই সোজা প্রশ্ন? আপনি নাকি মারা গিয়েছেন! ফোনে এমন প্রশ্ন শুনে, হাসবেন নাকি রাগবেন, তা ঠিক করার আগেই, শঙ্কর চক্রবর্তীর (Shankar Chakraborty) স্পষ্ট উত্তর, ‘দূর বাবা, দিব্যি আছি! এসব যে কেন রটছে কে জানে। সকাল থেকেই একাধিক ফোন।’
আসলে কাণ্ডটা ঘটেছে, ফেসবুকে হঠাৎই ছড়িয়ে পড়ে একটা রিলস। যার বিষয়ই ছিল শঙ্কর চক্রবর্তীর প্রয়াণ। ঝড়ের বেগে ছড়াতে থাকে সেই রিলস। অনুরাগী থেকে আত্মীয়রা সবাই রীতিমতো ভয় পেয়ে যান। তবে অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি একেবারে সুস্থ।
স্ত্রী সোনালি চক্রবর্তীর মৃত্যুর পর একাই থাকেন শঙ্কর চক্রবর্তী। মেয়ে থাকেন মুম্বইয়ে। নিয়মিত ফ্লোরেও যান। সম্প্রতি অসুস্থ হয়েছিলেন বটে। তবে এখন একেবারেই সুস্থ। তবে এই মৃত্যুর গুঞ্জন নিয়ে কিছুটা বিরক্ত তিনি। একের পর এক ফোন আসায়, বেশ হতাশও। শঙ্কর চক্রবর্তীর কথায়, ”আমার এখন সাক্ষাৎকার নেওয়ার এমন হিড়িক পড়েছে, যেন আমি মরে যাচ্ছি!”
গত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শঙ্কর চক্রবর্তীর নানা ভিডিও। মূলত, তাঁর কথাকে বিকৃত করেই ভিডিও ছড়িয়ে পড়ছে। কখনও মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে, তো কখনও কঠিন রোগ! এ সব নিয়ে প্রথম প্রথম বিরক্ত হলেও, এখন একেবারেই পাত্তা দেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.