Advertisement
Advertisement
Shakib Khan

রক্তাক্ত চেহারায় শাকিব খান, হঠাৎ কী হল বাংলাদেশের ‘বাদশা’র?

সাকিবের ছবি দেখে হইচই।

Shakib Khan's New movie poster out| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 14, 2024 4:56 pm
  • Updated:February 20, 2024 2:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ঢালিউড অর্থাৎ ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রির বাদশা। তাঁর ছবির জন্য অধীর আগ্রহে বসে থাকেন অনুরাগীরা। প্রতিবারই সিনেপর্দায় চমক দেন তিনি। হ্যাঁ, শাকিব খান। বাংলাদেশের এই সুপারস্টার ফের চমক দিতে চলেছেন। আর তার আভাস মিলল শাকিবের নতুন ছবি ‘দর্দ’-এর প্রথম ঝলকে।

এই ছবি মুক্তি পাবে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড় ভাষায়। রক্তে মাখা লুকে ধরা পরল ফার্স্ট লুক। শাকিব খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী সোনাল চৌহানকে। এই প্রথম একসঙ্গে জুটিতে দেখা যাবে সুপারস্টার শাকিব খান ও সোনাল চৌহানকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অনন্য মামুন। ছবিটি মুক্তি পাবে “এস কে মুভিজ,অ্যাকশান কাট এন্টারটেনমেন্ট, কিব্রিয়া ফিল্মস” এর ব্যানারে।

Advertisement

[আরও পড়ুন: অস্কারের পর ফের আন্তর্জাতিক মঞ্চে দীপিকা, এবার কোথায় দেখা যাবে নায়িকাকে?]

এই ছবিতে শাকিব ও সোনাল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, বিশ্বজিৎ চক্রবর্তী, অলোক জৈন, সাফা প্রমুখ। ছবিতে দুলু মিয়া চরিত্রে দেখা যাবে সুপারস্টার সাকিব খান কে। অন্যদিকে, অভিনেত্রী সোনাল চৌহানকে দেখা যাবে শেফালী চরিত্রে। ছবির শ্যুটিং হয়েছে বেনারসে।

[আরও পড়ুন: কাতারে প্রাক্তন নৌসেনাদের মুক্তির পিছনে শাহরুখ? জবাব দিলেন কিং খানের ম্যানেজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement