Advertisement
Advertisement
Shahrukh Khan Jawan

২৫০ কোটি টাকায় তৈরি হয়েছিল ‘পাঠান’, ‘জওয়ান’ ছবির বাজেট কত জানেন?

এই ছবিই হতে চলেছে শাহরুখের জীবনের সবচেয়ে ব্যয়বহুল ছবি।

Shahrukh Khan's Jawan budget | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 17, 2023 7:21 pm
  • Updated:August 17, 2023 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি মুক্তি পেতে আর বাকি প্রায় ১৫ দিন। তার আগেই শাহরুখের জওয়ান ছবি নিয়ে হইচই শুরু। বলিউড রিপোর্ট বলছে, অগ্রিম বুকিংয়েই ইতিমধ্য়েই রেকর্ড ব্যবসার ইঙ্গিত দিয়েছে এই ছবি। তবে জানেন কি? এই ছবি দিয়ে কত বড় বাজি খেলতে চলেছেন শাহরুখ? সূত্র বলছে, পাঠানের থেকেও বেশি টাকা খরচ করে জওয়ান তৈরি করেছেন শাহরুখ। যেখানে পাঠানের বাজেট ছিল ২৫০ কোটি টাকা। সেখানে জওয়ানের বাজেট ৩০০ কোটি! ফিল্ম সমালোচকরা বলছেন, পরিচালক অ্যাটলির এই ছবিই হতে চলেছে শাহরুখের জীবনের সবচেয়ে ব্যয়বহুল ছবি।

হাতে এখনও বেশ কয়েকটা দিন। ‘জওয়ান’ রিলিজ নিয়ে উত্তেজনায় ফুটছেন দেশবাসীরা। তবে পিছিয়ে নেই শাহরুখ খানের বিদেশি ভক্তরাও! ইতিমধ্যেই আরব আমিরশাহী, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জার্মানি, অস্ট্রেলিয়ায় শুরু হয়ে গিয়েছে অগ্রীম বুকিং। আর সেখানেই অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ঝড় তুলে দিয়েছেন কিং খানভক্তরা। অতঃপর পাঠান পরবর্তী বক্সঅফিসে যে ফের সুনামি আসতে চলেছে, তা বেশ আন্দাজ করা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘লজ্জার! খুনিদের পাবলিকের হাতে তুলে দেওয়া উচিত’, যাদবপুরকাণ্ডে বিস্ফোরক সোহম]

রিলিজের আগেই বিদেশে জওয়ান-জ্বর। অগ্রীম বুকিংয়ের ক্ষেত্রে ধুন্ধুমার ব্যবসা করে ফেলেছেন শাহরুখ খান। অনলাইন টিকিটের স্ক্রিনশট টুইটে ভাইরাল করছেন কিং খান ভক্তরা। ‘পাঠান’-এর ক্ষেত্রে যেখানে ১০ দিন আগে অনলাইন টিকিট বুকিং শুরু হয়েছিল, সেখানে ‘জওয়ান’-এর ক্ষেত্রে বেশ কিছুদিন আগে থেকেই অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। যে সুযোগ লুফে নিলেন শাহরুখ অনুরাগীরা।

[আরও পড়ুন: ‘লজ্জার! খুনিদের পাবলিকের হাতে তুলে দেওয়া উচিত’, যাদবপুরকাণ্ডে বিস্ফোরক সোহম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement