Advertisement
Advertisement

Breaking News

জনি ডেপ নাকি শাহরুখ! অনন্ত-রাধিকার প্রিওয়েডিং পার্টিতে বাদশার লুকে চমক

আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রিওয়েডিং পার্টিতে শাহরুখে এন্ট্রি সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

Shahrukh Khan was seen sporting a different look, reminding fans of Hollywood star Johnny Depp
Published by: Akash Misra
  • Posted:June 3, 2024 8:23 pm
  • Updated:June 3, 2024 8:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁধ পর্যন্ত নেমেছে কোঁকড়া লম্বাচুল। পরনে নীল রঙের স্যুট, গলায় জড়ানো সাদা স্কার্ফ। রণবীর কাপুরকে পাশে নিয়ে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রিওয়েডিং পার্টিতে শাহরুখে এন্ট্রি সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বাদশার এমন অবতার দেখে নেটিজেনরা তো ধন্দে পড়ে গেলেন। অনেকেই শাহরুখকে হলিউড অভিনেতা জনি ডেপ বলে ভুল করলেন।

গত বছরে বলিউডকে চমকে দিয়েছিল শাহরুখের কামব্যাক। একই বছরে তিন তিনটে ব্লকবাস্টার। ‘পাঠান’,’জওয়ান’, ‘ডাঙ্কি’। আর জওয়ান তো বলিউডের সবর্কালের রেকর্ড ভেঙেছে বক্স অফিসের ব্যবসায়। তারপর থেকেই কিং খান নিজেকে তৈরি করছেন, পরের চমকের জন্য। কয়েকদিন আগেই শাহরুখের সেই চমক ফাঁস হয়েছিল। অর্থাৎ পরিচালক সুজয় ঘোষের ‘কিং’ ছবির শুটিং ফ্লোর থেকে ফাঁস হয়েছিল শাহরুখের লুক। সেই লুক নিয়েই মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রিওয়েডিং পার্টিতে হাজির হয়েছিলেন শাহরুখ।

Advertisement

[আরও পড়ুন: বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে তারকাদের চালচিত্র, ভোট সাম্রাজ্য এবার কার দখলে? ]

শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তাঁর পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা (Suhana Khan)। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

[আরও পড়ুন: সুনীল মাহাতো-শিলাজিতের অজান্তেই মনোজ বাজপেয়ীর ছবিতে ‘পিন্দারে পলাশের বন’!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement