Advertisement
Advertisement

Breaking News

Jawan Shahrukh Khan Tweet Review

‘নিশ্বাস বন্ধ করে রেখেছি…’, ‘জওয়ান’ ঝড় নিয়ে মুখ খুললেন শাহরুখ

আর কী লিখলেন কিং খান?

Shahrukh Khan thanks fans for Jawan| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 7, 2023 3:58 pm
  • Updated:September 7, 2023 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ জুড়ে ‘জওয়ান’ ঝড়। রীতিমতো রাত জেগে ভোর বেলার শো দেখেছেন কলকাতা থেকে কানপুরের দর্শক। জওয়ান নিয়ে টেনশনে রাত জেগেছেন শাহরুখও। সেকথা আগেই নিজের এক্স প্রোফাইলে পোস্ট করেছিলেন কিং খান। আর এবার দিন এগোতেই নতুন আরেক পোস্ট। যে পোস্টে গোটা দেশকে, ”অনুরাগীদের ধন্যবাদ জানালেন শাহরুখ। কিং খান লিখলেন, সব ফ্য়ান ক্লাব এবং সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ যে সবাই খুশি খুশি জওয়ান দেখেছেন। থিয়েটারের বাইরে, ভিতরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমি সত্য়িই আপ্লুত। উচ্ছ্বাস দম বন্ধ হয়ে যাচ্ছে, হয়তো একদিন বা কয়েকদিন বাদে নিশ্বাস ফেরত পাব। সবাইকে ভালবাসা, জওয়ানকে ভালবাসার জন্য।”

[আরও পড়ুন: শাহরুখই কাশ্মীরের প্রাণভোমরা! ‘পাঠান’-এর পর উপত্যকাকে ‘টনিক’ জোগাচ্ছে ‘জওয়ান’]

কোথাও ভোর ৫টা, কোথাও সকাল ৬ টা। সকাল থেকেই দেশজুড়ে জওয়ান ঝড়। রাতের ঘুমকে তোয়াক্কা না করে জওয়ান দেখতে হাজির শাহরুখ ভক্তরা। সিনেমা হলের বাইরেই রাত জাগলেন কেউ কেউ। সারারাত ধরে হাতে পোস্টার, মুখে স্লোগান। শাহরুখ বন্দনা শুরু সেই মধ্যরাত থেকে। ভক্তদের এমন উন্মাদনা দেখে আপ্লুত শাহরুখ খান। আর তাই ফ্যানদের উৎসাহকে আরও বাড়িয়ে দিতে নিজের এক্স প্রোফাইল থেকে ধন্যবাদ জানালেন বলিউড বাদশা।

Advertisement

শাহরুখ লিখলেন, ”তোমাদের সকলের জন্য অনেক ভালবাসা। আশা করি তোমাদের জওয়ান ভাল লাগবে। তোমাদের এই উন্মাদনা দেখার জন্যই রাতভর জেগে রয়েছি।”

দর্শকরা বলছেন, শাহরুখের এই ছবি একেবারেই ব্লকবাস্টার। একের পর এক চমক রয়েছে ছবিতে। বিশেষ করে নানারূপে শাহরুখের অভিনয়ই এই ছবির আসল ইউএসপি। গল্পেও রয়েছে একের পর এক টুইস্ট। প্রথম দিন, প্রথম শো দেখে দর্শকরা বলছেন, শাহরুখের কেরিয়ারের সেরা ছবি ‘জওয়ান’।

[আরও পড়ুন: ইন্ডিয়া-ভারত নাম তরজায় কেন্দ্রকে ‘তৈলমর্দন’! নিজের ছবির নামই বদলে ফেললেন অক্ষয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement