সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের বাদশা। তিনিই কিং খান। তাঁর এক ঝলক পাওয়ার জন্য হন্যে দিয়ে থাকে কোটি কোটি মানুষ। সেই শাহরুখই যদি হঠাৎ বলে ওঠেন, এত সাফল্য তাঁর প্রাপ্য নয়! তাহলে তো হতবাক হতেই হয়।
হ্যাঁ, সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহরুখ বললেন এরকমই। ব্যাপারটা একটু বিশদে বলা যাক। এই অনুষ্ঠানে জীবন দর্শন নিয়ে বলতে গিয়ে শাহরুখ বলেন, ”আমি খুবই সাধারণ পরিবারে বড় হয়েছি। তাই জানি সাফল্য ব্যাপারটা কতটা দামি। ছোটবেলা থেকে ফেমাস শব্দটা আমার কাছে চাঁদ ধরার মতো ছিল। তাই আজ যেখানে আছি আমি, তা একমাত্র আমার সাফল্য নয়। একার দ্বারা সম্ভবও ছিল না। বরং প্রচুর মানুষের সাহায্যেই এই জায়গাটা করতে পেরেছি। তাই মনে করি, এই সাফল্য আমার প্রাপ্য নয়। বরং যাঁরা আমাকে এগিয়ে দিয়েছেন, তাঁদেরও।”
শাহরুখ আরও জানিয়েছেন, ”কখনও যদি ব্যর্থতা আসে, তাহলে নিজের অফিস বা কাজকে দোষ না দিয়ে ইকোসিস্টেমকে বুঝতে হবে। ঠিক কোথায় ভুল হচ্ছে, তা দেখতে হবে। তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব। আমার একটার পর একটা ছবি যখন ফ্লপ হচ্ছিল, তখন বাথরুমে বসে কাঁদতাম। প্রথমে মনে হত, এই পৃথিবীর সমস্ত লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে বিষয়টা এটা নয়। নিজের ভুলগুলো ঠিক করে এগিয়ে গেলেই সাফল্য সম্ভব।”
শাহরুখের (Shah Rukh Khan) কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তাঁর পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।
প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।
প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.