Advertisement
Advertisement

Breaking News

Shahrukh Khan

‘সবে তো শুরু… এবার দেখুন কী কী হয়’, শাহরুখের নতুন পোস্টে হইচই

ঝড়ের আগাম সতর্কতা জারি করলেন বাদশা নিজেই।

Shahrukh Khan new post on jawan goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 26, 2023 11:53 am
  • Updated:August 26, 2023 11:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই বলিউডের বক্স অফিসে উঠবে শাহরুখ ঝড়। আর সেই ঝড়ের আগাম সতর্কতা জারি করলেন বাদশা নিজেই।

টুক করে সোশ্যাল মিডিয়ায় একটা নতুন পোস্ট করে বসলেন শাহরুখ। যেখানে ছোট্ট ভিডিওতে দেখা গেল শাহরুখের একাধিক জওয়ান লুক। আর সেই ভিডিও পোস্ট করে শাহরুখ লিখলেন, ”সবে তো শুরু। এখন তো তিরটাই দেখলেন, ঢাল দেখা বাকি রয়েছে। এখনও সমাপ্তি দেখেননি। প্রশ্ন শুনেছেন। উত্তর দেওয়া বাকি। ঝড়ের জন্য অপেক্ষা করুন।”

Advertisement

সাত বদলের বিনিময়ে সেন্সরের U/A সার্টিফিকেট পেল শাহরুখ খানের ‘জওয়ান’ (Jawan)। দেশের রাষ্ট্রপতিকে নিয়ে একটি সংলাপ ছিল ছবিতে। তাও নাকি বদলাতে হয়েছে। তারপরই জুটেছে ছাড়পত্র।

[আরও পড়ুন: ‘প্রয়োজনে আবারও প্রতিবাদী মঞ্চে যাব’, টেলি সম্মান পেয়েও সোজাসাপটা কৌশিক সেন]

‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখের পরবর্তী ছবি ‘জওয়ান’-এর (Jawan) দিকে নজর ছিল সকলের। ইতিমধ্যেই ছবির ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ অর্থাৎ আগাম ঝলক প্রকাশ্যে এসেছে। আর তাতেই উত্তাল শাহরুখভক্তরা। কিং খানের অ্যাকশন দেখতে মুখিয়ে রয়েছেন তাঁরা। ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত সিনেমা। তার আগেই পেয়ে গেল সিবিএফসির ছাড়পত্র। আর তার জন্য সাতটি পরিবর্তন করতে হয়েছে।

শোনা গিয়েছে, ছবিতে একটি আত্মহত্যার দৃশ্য রয়েছে। তার সময় কমানো হয়েছে। মাথা কেটে ফেলার মতো দৃশ্য বাদ দিতে বলা হয়েছে। ছবির একটি জায়গায় ভারতের মাননীয় রাষ্ট্রপতির কথা বলা হয়েছে। তা বদল করে প্রদেশের প্রধান করতে বলা হয়েছে। ‘পয়দা হোকে’র মতো শব্দ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ‘উংলি করনা’র মতো শব্দ পালটে অন্য সংলাপ দিতে বলা হয়েছে। NSG-র রেফারেন্স দেওয়া হয়েছিল ছবিতে। তাও বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

প্রসঙ্গত, অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এখবর আগেই জানা গিয়েছিল। আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দীপিকা পাড়ুকোনকেও দেখা যায়। সূত্রের খবর, ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা-সহ একঝাঁক তারকা।

[আরও পড়ুন: ‘প্রয়োজনে আবারও প্রতিবাদী মঞ্চে যাব’, টেলি সম্মান পেয়েও সোজাসাপটা কৌশিক সেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement