Advertisement
Advertisement

Breaking News

Shahid Kapoor

‘করিনার সঙ্গে ‘লিপ-লক’-এর ভাইরাল ছবি আমাকে ধ্বংস করে দিয়েছিল’, তিক্ত স্মৃতি শাহিদের

করিনার কাপুরের সঙ্গে ঠোঁটঠাসা চুম্বনের ছবি ফাঁস হওয়ার পর শাহিদের জীবনে কোন ঝড় বয়ে গিয়েছিল?

Shahid Kapoor was ‘destroyed’ after pictures of him kissing Kareena Kapoor got viral | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 8, 2023 3:51 pm
  • Updated:July 8, 2023 3:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৪ সাল। শাহিদ কাপুর তখন নবীন প্রজন্মের হার্টথ্রব। বলিউডের এই ‘চকোলেটি হিরো’র প্রেমে পড়েছিলেন কাপুর খানদানের কন্যা করিনা কাপুর। বিটাউনের ইতি-উতি মাঝেমধ্যেই দেখা যেত শাহিদ-করিনাকে ঘনিষ্ঠ অবস্থায়। ঠিক সেইসময়েই ভাইরাল হয়ে যায় দুই তারকার ‘লিপ-লক’-এর এক অন্তরঙ্গ মুহূর্ত! ছি ছি-কার পড়ে যায় চারদিকে। করিনার সঙ্গে ঠোঁটঠাসা চুম্বনের ছবি ফাঁস হওয়ার পর শাহিদের জীবনে কোন ঝড় বয়ে গিয়েছিল? সম্প্রতি সে বিষয়ে মুখ খোলেন অভিনেতা।

সেই সময়ে অভিনেতার বয়স ২৪। একাধিকবার সেই ভাইরাল ছবিকে মিথ্যে বলে দাবি করেছেন শাহিদ কাপুর। কিন্তু করিনার সঙ্গে গাঢ় চুম্বনের ছবি ভাইরাল হওয়ার পর কীভাবে বদলে গিয়েছিল তাঁর জীবন? সম্প্রতি সেপ্রসঙ্গে এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন শাহিদ কাপুর।

Advertisement

[আরও পড়ুন: কোটি টাকার মার্সিডিজ ছেড়ে অটোয় চড়ে মুম্বই ভ্রমণ, সারা যেন ঠিক পাড়ার মেয়ে, দেখুন কাণ্ড]

শাহিদের মন্তব্য, “সেই ঘটনাটা আমাকে শেষ করে দিয়েছিল। আমার বয়স তখন সবে ২৪। আমার মনে হয়েছিল, আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনধিকার চর্চা চলছে। আর আমি কিছুই করতে পারছি না। ভিতর থেকে পুরো ভেঙে গিয়েছিলাম। ভাবছিলাম- এটা কী থেকে কী হয়ে গেল! আর ওই বয়সে এটা যে কোনও মানুষকেই এফেক্ট করবে সেটাই স্বাভাবিক। কারণ, তখন প্রেম-ভালবাসা সদ্য বুঝতে শিখেছি। উপরন্তু সম্পর্কটা সবে শুরু হয়েছে। তার মাঝেই এসব ঘটে।”

প্রসঙ্গত, নিজেদের সম্পর্ক নিয়ে গোড়া থেকে খুল্লামখুল্লা ছিলেন শাহিদ-করিনা। তবে সেই সম্পর্ক টেকেনি! শাহিদের পর সইফ আলি খানের সঙ্গে মন দেওয়া-নেওয়া হয় করিনার। বর্তমানে কাপুরকন্যা সইফ ঘরনি। এদিকে মীরা রাজপুতের সঙ্গে সুখের ঘরকন্না করছেন শাহিদ কাপুর।

[আরও পড়ুন: ‘মস্ত ভুল করেছি! বজরংবলী কৃপা করুন’, রামভক্তদের কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা ‘আদিপুরুষ’ লেখকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement