Advertisement
Advertisement

Breaking News

Bloody Daddy Trailer

মাদকের ব্যাগ হাতে শাহিদ কাপুর! এ কোন কেলেঙ্কারিতে জড়ালেন? দেখুন ভিডিও

কীভাবে নিজেকে বাঁচাবেন, চিন্তায় অভিনেতা।

Shahid Kapoor starrer Bloody Daddy trailer is out | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 24, 2023 4:18 pm
  • Updated:May 24, 2023 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের মাদক যোগের অভিযোগ একাধিকবার খবরের শিরোনামে উঠেছে এসে। এবার মাদক কাণ্ডে জড়িয়ে গেল শাহিদ কাপুরের (Shahid Kapoor) নাম। আকাশ-কুসুম কিছু কল্পনা করার আগেই বলে রাখি বাস্তবে নয় সিনেমার খাতিরে এই ঘটনা ঘটেছে। আর সেই সিনেমার ট্রেলার এসেছে প্রকাশ্যে।

Shahid-Kapoor-Bloody-Daddy

Advertisement

পরিচালক আলি আব্বাস জাফরের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ব্লাডি ড্যাডি’ (Bloody Daddy)। তাতেই মাদক নিয়ে বাধে তুলকালাম কাণ্ড। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল কমল হাসানের তামিল ছবি ‘থুঙ্গ ভনাম’ (ফরাসি সিনেমা ‘স্লিমলেস নাইট’-এর রিমেক)। তারই রিমেক নতুন এই সিনেমা। যেখানে মাদক ভরতি ব্যাগ নিয়ে নানা ঘটনা ঘটতে থাকে।

[আরও পড়ুন: ৭৫ শতাংশ নম্বর পেয়ে দারুণ খুশি মিঠাইয়ের ‘পিঙ্কি ভাবি’, উচ্চমাধ্যমিকের পর কী পড়বে অনন্যা?]

ছবির ট্রেলারে রয়েছে ভরপুর অ্যাকশন। আর এই অ্যাকশনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নারকোটিক্স অফিসার শাহিদ। তাঁর কাছেই রয়েছে মাদক ভরতি ব্যাগ। যা পেতে মরিয়া মাদক কারবারি রণিত রায়, সঞ্জয় কাপুররা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ডিয়ানা পেন্টি, রাজীব খাণ্ডেলওয়াল। এছাড়াও দেখা যাবে অঙ্কুর ভাটিয়া, ভিভান ভাতেনা, জিশান কাদরি, মুকেশ ভাটকে।

সিনেমা হলে নয় জিও সিনেমায় মুক্তি পাচ্ছে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ব্লাডি ড্যাডি’। জুন মাসের ৯ তারিখ থেকে দেখা যাবে অ্যাকশন থ্রিলার সিনেমাটি।

[আরও পড়ুন: Nitesh Pandey Death: শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement