Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

‘বালাই উনষাট’! মন্নতে বিরাট পার্টির আয়োজন করছেন শাহরুখ, অতিথি তালিকায় কারা?

শাহরুখ নাকি এত বড় পার্টি দিতে চলেছেন, যা এর আগে বলিউড দেখেনি।

Shah Rukh To Ring In 59th Birthday With A Grand Party
Published by: Akash Misra
  • Posted:October 29, 2024 8:35 pm
  • Updated:October 29, 2024 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলবে শাহরুখের বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই। যে শাহরুখ এখনও ‘জওয়ান’ সেজে দীপিকার সঙ্গে রোমান্সে মেতে ওঠেন, যে শাহরুখ এখনও একবার হাসলে ঝড় ওঠে আট থেকে আশির নারী হৃদয়ের। সেই শাহরুখই পা দেবেন উনষাটে! হ্যাঁ, আগামী ২ নভেম্বর উনষাটে পা দিতে চলেছেন বলিউড বাদশা। আর সেই কারণেই শাহরুখ এবার বিরাট পার্টির আয়োজন করছেন মন্নতে। সূত্র বলছে, শাহরুখ নাকি এত বড় পার্টি দিতে চলেছেন, যা এর আগে বলিউড দেখেনি। অতিথির তালিকাও বেশ নাকি লম্বা।

সূত্রের খবর অনুযায়ী, শাহরুখের এই পার্টিতে আসতে পারেন ২৫০ জন অতিথি। যার মধ্য়ে রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল, অজয় দেবগণের মতো তারকারা। তবে শুধু দেশের নয়, শোনা যাচ্ছে, বিদেশ থেকেও উড়ে আসতে পারেন বেশ কিছু তারকা। এমনকী, দেশ ও বিদেশের ব্যবসায়ীরাও থাকতে পারেন শাহরুখের এই জমজমাট বার্থডে পার্টিতে।

Advertisement

সূত্রের খবর, শাহরুখের এই উনষাটের জন্মদিনে থাকবে বিশেষ থিম। অতিথিদের নাকি সাজতে হবে তাঁর ছবির চরিত্র অনুযায়ী, ইতিমধ্যেই নাকি ডিনারের মেনু ঠিক করে ফেলেছেন গৌরী খান। কেননা, এই পার্টির সব কিছু প্ল্যানিং করছেন গৌরী নিজেই। শোনা যাচ্ছে, পার্টিতে থাকবে সুহানা ও আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।

প্রসঙ্গত, প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা(Suhana Khan)। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement