সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একসঙ্গে শাহরুখ খান আর প্রিয়াঙ্কা চোপড়া। একজোট হয়ে কাজ করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য। শেষবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল ফারহান আখতার পরিচালিত ‘ডন ২’তে। কানাঘুষো তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তাদের সম্পর্কের অবনতি হওয়ায় তারপর থেকে কোনও দিনই দুজনকে খোলামেলাভাবে প্রকাশ্যে কথা বলতে দেখা যায়নি। দুই তারকাই পরস্পরকে এড়িয়ে যেতেন। তবে দীর্ঘ ৯ বছর পর এই কঠিন সময়েই তাঁদের বন্ধুত্বের মধ্যেকার বরফ গলালো। WHO’র ত্রাণ তহবিলে টাকা জোগাড়ের জন্য একজোট হয়ে কাজ করবেন শাহরুখ-প্রিয়াঙ্কা।
সম্প্রতি প্রিয়াঙ্কা নিজস্ব সোশ্যাল হ্যান্ডেলে এখবর প্রকাশ্যে আনেন। ‘গ্লোবাল সিটিজেন মুভমেন্ট’-এর তরফে এই উদ্যোগ নিয়েছেন খ্যাতনামা পপ গায়িকা লেডি গাগা। ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ অনুষ্ঠানে শাহরুখ এবং প্রিয়াঙ্কা ছাড়াও অংশগ্রহণ করবেন পল ম্যাককার্টেনি, বিলি ইলিস, জিমি ফ্যালন, ডেভিড ব্যাকহাম এবং লিজো-সহ আরও অনেক খ্যাতনামা তারকারাই। বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে ইদ্রিস অ্যালবাকে, যিনি কিনা নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আপাতত সেলফ কোয়ারেন্টাইনেই রয়েছেন। তবে হ্যাঁ কোনও মঞ্চ বা গ্যালারিতে নয়, বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রত্যেক তারকাই যে যাঁর নিজস্ব বাড়ি থেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
করোনা ক্রাইসিসের মোকাবিলায় ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ অনুষ্ঠান থেকে আয় হওয়া সমস্ত টাকা ‘গ্লোবাল সিটিজেন মুভমেন্ট’-এর তরফে তুলে দেওয়া হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ত্রাণ তহবিলে। বিশ্বের চিকিৎসা পরিকাঠামোকে আরও উন্নত করতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানের পুরোভাগে রয়েছেন লেডি গাগা। আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। প্রিয়াঙ্কা নিজে ট্যুইট করে জানিয়েছেন এই খবর। পাশাপাশি প্রিয়াঙ্কা বলেন, “প্রত্যেকে বাড়িতে থেকে এই ভাইরাসের সঙ্গে মোকাবিলা করুন। এবং সেইসঙ্গে যেসব স্বাস্থ্যকর্মীরা সম্মুখ সমরে লড়ে চলেছেন তাঁদের কুর্নিশ জানাতেই ‘গ্লোবাল সিটিজেন মুভমেন্ট’ এই অনুষ্ঠানের আয়োজন করেছে।”
On April 18th @glblctzn will host One World: #TogetherAtHome, the first of its kind global broadcast event in benefit of the @WHO Covid-19 Solidarity Fund. We’ll be honoring healthcare and front line essential communities. Visit https://t.co/P7892bxw3u to learn more. pic.twitter.com/NJ6NvGItZn
— PRIYANKA (@priyankachopra) April 6, 2020
⭕️ We’re excited to announce One World: #TogetherAtHome, a global broadcast on April 18, curated in collaboration with @LadyGaga and featuring your favorite artists and comedians — all in support of the @WHO and healthcare workers on the frontlines of the COVID-19 crisis. (1/7) pic.twitter.com/ZspKXtmd2V
— Global Citizen (@GlblCtzn) April 6, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.