Advertisement
Advertisement

Breaking News

Pathaan Shahrukh

‘পাঠান’ প্রথম দিনে কত টাকার ব্যবসা করবে? বিতর্কের আবহেই জবাব দিলেন শাহরুখ

বিশ্বকাপ ফাইনাল নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন কিং খান।

Shah Rukh Khan's Reply To Question About Pathaan's first day collection | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 17, 2022 9:13 pm
  • Updated:December 17, 2022 9:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বেশরম রং’ গান প্রকাশ্যে আসার পর থেকে ‘পাঠান’ (Pathaan) সিনেমা সংক্রান্ত বিতর্ক তীব্র আকার নিয়েছে। কেউ নায়িকা দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) পোশাক নিয়ে মন্তব্য করছেন, কেউ আবার ছবি বয়কটের ডাক দিচ্ছেন। এমন পরিস্থিতিতেই টুইটারে ‘Ask SRK’ হ্যাশট্যাগ দিয়ে ১৫ মিনিটের প্রশ্নোত্তর পর্ব সারলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ছবির প্রথম দিনের ব্যবসা নিয়ে প্রশ্ন উঠতেই দিলেন জবাব।

Pathaan-Song

Advertisement

নতুন বছরের প্রথম মাস অর্থাৎ ২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’। প্রথম দিনে কত ব্যবসা করবে ছবিটি? এমনই প্রশ্ন শাহরুখের কাছে জানতে চাওয়া হয়। উত্তর দিতে সময় নেননি বলিউড বাদশা। লেখেন, “আমি ভবিষ্যদ্বাণী করার ব্যবসায় নেই… বরং আপনাদের মনোরঞ্জন করা আর মুখে হাসি ফুটিয়ে তোলার কাজেই প্রতি মুহূর্তে নিয়ত।  ” 

SRK-business-tweet

[আরও পড়ুন: দীপিকার খোলামেলা ছবি পোস্ট করে ‘কুমন্তব্য’ প্রাক্তন CBI কর্তার, পাল্টা দিলেন নেটিজেনরাও ]

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানটি (Besharam Rang Song) প্রকাশ্যে আসে। তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করে দেওয়া হয়ে ছবি বয়কটের ডাক। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’ (Boycott Pathaan)। গানটির বিরুদ্ধে অশালীনতার অভিযোগ আনা হয়েছে। মধ্যপ্রদেশে ছবিটি নাকি নিষিদ্ধও ঘোষণা করা হতে পারে। তবে এরপরও ‘পাঠান’-এর প্রথম দিনের ব্যবসা ভাল হবে বলেই মত অনেকের। 

Pathaan-Song-web

এদিকে সিনেমার প্রথম দিনের আয় নিয়ে কিছু না জানালেও কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) ফাইনাল ম্যাচ নিয়ে নিজের মতামত জানিয়েছেন শাহরুখ। যে খেলার প্রি-ম্যাচ কভারেজে সিনেমার প্রচার কিং খান করবেন সেই খেলা সংক্রান্ত কথা উঠতেই টুইটারে বলিউড বাদশা লেখেন, “আরে মনটা তো মেসির তাই না? কিন্তু এমবাপে খেলা দেখার অনুভূতি দারুণ।”

SRK-world-Cup-Tweet

[আরও পড়ুন: প্যান্ডোরায় এবার নতুন পৃথিবী তৈরির লড়াই, ‘অবতারে’র দ্বিতীয় পর্ব কি চমক দিতে পারল?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement