Advertisement
Advertisement

Breaking News

রাষ্ট্রপতি ভবনে ‘পাঠান’, কালচারাল সেন্টারে দেখানো হল শাহরুখের ব্লকবাস্টার ছবি

'পাঠান'-এর সাফল্যের আবহেই মন্নতের ছাদে দেখা দিলেন শাহরুখ। দেখুন ভিডিও।

Shah Rukh Khan's Pathaan reprtedly screened at Rashtrapati Bhavan | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 29, 2023 9:16 pm
  • Updated:January 29, 2023 9:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা দেশ ‘পাঠান’ জ্বরে কাবু। মুক্তির পাঁচ দিনে পাঁচশো কোটির ব্যবসা ছুঁয়ে ফেলবে শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবি। এই সাফল্যের মুকুটেই নতুন পালক যুক্ত হল রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে ‘পাঠান’ (Pathaan) দেখানো হয়েছে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

Pathaan

Advertisement

রাষ্ট্রপতি ভবনে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামের ‘পাঠান’ সিনেমার স্ক্রিনিংয়ের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা এসএম খানের প্রোফাইল থেকে আপলোড করা হয়েছে। যাতে শাহরুখ ও সলমন খানের একটি দৃশ্যের স্ক্রিনশট দেখা যাচ্ছে। শোনা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনের আধিকারিকরা কিং খানের কামব্যাক ছবি বেশ উপভোগ করেছেন। ছবির প্রশংসা শোনা গিয়েছে, সকলের মুখে।

[আরও পড়ুন: কেন রেগেমেগে ভক্তের ফোন ছুড়ে ফেলেছিলেন রণবীর? দীর্ঘদিন পর জানা গেল সেই তথ্য]

চার দিনে ভারতে ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘পাঠান’। বিদেশে এই চারদিনে ছবির আয় ১৬৪ কোটি টাকা। অর্থাৎ চার দিনে ৪২৯ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখের ছবি। অথচ এই ছবি মুক্তির আগেই ‘বয়কট পাঠান’ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছিল। সেই ট্রেন্ডিংয়ে গা ভাসাতে দেখা গিয়েছে রাম কদম, নরোত্তম মিশ্রর মতো সর্বভারতীয় বিজেপি নেতাদেরও। এহেন পরিস্থিতিতে নাকি ফিল্ম নিয়ে অযথা অপ্রয়োজনীয় মন্তব্য না করার পরামর্শ দলীয় নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদি।

SRK-at-Mannat-1

মুম্বইয়ে ‘বয়কট কালচার’ মতামত জানাতে গিয়ে অনুরাগ ঠাকুর বলেন, “ভারতীয় সিনেমার সুনাম যখন সারা বিশ্বে পৌঁছে যাচ্ছে তখন এই ধরণের নেতিবাচক বিষয় পরিবেশ নষ্ট করছে। যদি কোনও সিনেমা নিয়ে কারও কোনও সমস্যা থাকে তাহলে সেই সংক্রান্ত দপ্তরে গিয়ে অবশ্যই জানাতে পারেন। তা পরিচালক ও প্রযোজককে জানিয়ে দেওয়া হবে। কিন্তু কখনও কখনও মানুষ কিছু না জেনেই বিরূপ মন্তব্য করে বলেন। যাতে সমস্যার সৃষ্টি হয়। এটা হওয়া উচিত নয়।” এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি ভবনে ‘পাঠান’-এর স্ক্রিনিং ‘বয়কট’ ট্রেন্ডের বিরুদ্ধে আরও এক জোরালো বার্তা বলেই মনে করা হচ্ছে। এদিকে রবিবার একেবারে ‘পাঠান’-এর মেজাজেই মন্নতের সামনে দেখা গিয়েছে শাহরুখকে। 

[আরও পড়ুন: ‘এই দেশ শুধু খানদের ভালবেসেছে’, ফের ‘পাঠান’ নিয়ে বিতর্কিত মন্তব্য কঙ্গনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement