Advertisement
Advertisement

Breaking News

Pathaan Movie

শাহরুখই ভরসা,’পাঠানে’র হাত ধরে দেশজুড়ে খুলছে কোভিডের পর বন্ধ হয়ে যাওয়া বহু সিনেমা হল

২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি।

Shah Rukh Khan’s Pathaan Helps To Re-open 25 Shut Down Theatres | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 23, 2023 8:54 pm
  • Updated:January 23, 2023 8:56 pm  

ইন্দ্রনীল শুক্লা: শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ ছবিটি যে আগামী ২৫ জানুয়ারি দেশজুড়ে রিলিজ করতে চলেছে তা এখন সকলেরই প্রায় জানা। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেতে চলা এই ছবি ঘিরে ইতিমধ্যেই তুমুল আলোড়ন দেশে। ইন্ডাষ্ট্রির জন্যও সুখবর বয়ে আনছে আদিত্য চোপড়ার এই স্পাই থ্রিলার। করোনা মহামারির পর গোটা দেশেই বন্ধ হয়ে যাওয়া বহু সিনেমা হল আশায় বুক বেঁধে আবার দরজা খুলছে এই ছবির ভরসায়। ছবিটি ঘিরে যে রকম প্রতীক্ষা ও আলোচনা সিনেমাপ্রেমী মানুষের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, তাতেই আশার আলো দেখতে পেয়েছেন এই সব হলে মালিকরা। আবার শাহরুখ-দীপিকা জুটির মধ্যেও ভরসা রাখতে চাইছেন হল মালিকরা। কারণ এই জুটি অতীতে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো পর পর হিট দিয়ে গিয়েছে। তাই প্রেক্ষাগৃহ খোলার জন্য এমন জুটির উপরেই বাজি লাগাতে চান হল মালিকরা। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশে দশটি, রাজস্থানে সাতটি, মহারাষ্ট্রে দুটি, গোয়ায় একটি, মধ্যপ্রদেশে দুটি, ছত্তিশগড়ে একটি, উত্তরাখন্ডে একটি করে হল কোভিডে বন্ধ হওয়ার পর এই প্রথমবার শাটার নতুন করে খুলছে দর্শকদের জন্য।

রাজস্থানে যেসব হলগুলি কোভিডের পর প্রথমবার খুলছে সেগুলি হল, কোহিনূর সিনেমা (সুরাটগড়), জেম সিনেমা (জয়পুর), গীতা টকিজ (হিদুয়া), সঙ্গম সিনেমা (খান্ডেলা), ড্রিমলাইট সিনেমা (সুজানগড়), প্রকাশ টকীজ (নওয়ালগড়), জেআরসি মুভি প্যালেস (ফতেপুর)। উত্তরপ্রদেশে খুলছে জ্ঞান সিনেমা (মহমদাবাদ), কার্নিভাল টিজিআইপি সিনেমা (নয়ডা), পিডিআর সিনেমা (বারাণসী) এম সিনেমা (বিন্দকি), কবিতা সিনেমা (লোনি), রমা সিনেমা (জৌনপুর), সিনেসাইন সিনেমা (টিব্রামাউ), জেসি প্যালেস সিনেমা (বাদাউন), কপিল সিনেমা (মাওয়ানা), মধুবন সিনেমা (দশনা), রাজকরণ সিনেমা (এলাহাবাদ)।

Advertisement

[আরও পড়ুন: সাতপাকে বাঁধা পড়লেন রাহুল-আথিয়া, মিষ্টি বিতরণ কনের বাবা সুনীল শেট্টির, দেখুন ভিডিও]

মধ্যপ্রদেশে খুলছে প্রভাত টকীজ (বীণা), জ্যোতি সিনেমা (ইন্দোর)। মহারাষ্ট্রে খুলছে কার্নিভাল আর মল (মুলুন্দ মুম্বই), প্রভার টকীজ (গোন্ডিয়া)। এছাড়াও গোয়ায় সিনেকমলা (পোন্ডা), ছত্তিশগড়ে লাজবন্তী টকীজ (বিশ্রামপুর) এবং উত্তরাখন্ডে এসজিএল হেরিটেজ সিনেমা (আলমোড়া) খুলছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, করোনা মহামারির তিনটি ঢেউ দেশের উপর দিয়ে বয়ে যাওয়ায় অভাবনীয় ক্ষতি হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির। বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়েছেন অথবা আয় কমে গিয়েছে অনেকখানি করে। তাই বেঁচে থাকার প্রাথমিক চাহিদাগুলি মিটিয়ে হলে সিনেমা দেখতে যাওয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বহু নিয়মিত দর্শক। আবার অনেকে অভ্যস্ত হয়ে গিয়েছেন মোবাইলে ওটিটি প্ল্যাটফর্মে ছবি দেখতে। এইসব মানুষকে পাঠান আবার হলমুখী করতে পারে কীনা সেটাই দেখার।

তবে ‘পাঠান’ যে বক্স অফিসে ঝড় তুলতে চলেছে, রেকর্ড অগ্রিম বুকিংয়ের হিসেবে তেমন ইঙ্গিত মিলেছে। বক্স-অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ জানিয়েছেন, রবিবার বিকেল পর্যন্ত ‘পাঠান’ ছবির তিন লক্ষেরও বেশি টিকিট বুক হয়ে গিয়েছে। আরকটি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই ১৪.৬৬ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এর মধ্যে, দিল্লির এনসিআর এলাকা থেকে ১ কোটি ৭৯ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।
মুম্বইয়ে ১ কোটি ৭৪ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে। তাই নতুন করে খুলে যাওয়া হলে আবার ‘বেশরম রঙ’-এর সঙ্গে খুচরো পয়সা পড়বে, এমন আশা অমূলক নয়।

[আরও পড়ুন: ‘আই লাভ ইউ স্বামী’, অশান্তিকে দূরে সরিয়ে প্রথম বিবাহবার্ষিকীতে রাজকে ভালবাসায় ভরালেন পরীমণি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement