Advertisement
Advertisement

Breaking News

Jawan Bangladesh

‘পাঠান’-এর শাপমোচন! এবার ভারত-বাংলাদেশে একইদিনে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’

পদ্মাপারের শাহরুখ-ভক্তদের জন্য সুখবর।

Shah Rukh Khan's ‘Jawan’ to release in Bangladesh on same day as global debut | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 28, 2023 12:44 pm
  • Updated:August 28, 2023 12:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেক্ষাগৃহে ‘পাঠান’কে আনতে গিয়ে নাকাচোবানি খেতে হয়েছিল বাংলাদেশকে। বিভিন্ন জল্পনা-কল্পনা, মতভেদের পর ৫ মাস বাদে ‘পাঠান’-এর মুখ দেখেছিল পদ্মাপারের দর্শকরা। তবে এবার সেই ‘শাপমোচন’। কারণ, ভারত-বাংলাদেশে একইদিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘জওয়ান’ (Jawan)।

বাংলাদেশের শাহরুখ-ভক্তদের জন্য যে এটা দারুণ সুখবর, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। ‘পাঠান’ দেখতে জানুয়ারি মাসে পদ্মাপার থেকে বহু দর্শক পাড়ি দিয়েছিলেন ভারতে। তবে এবার আর সেই কষ্ট করতে হবে না। ভারত তথা গোটা বিশ্বের সঙ্গে একইদিনে প্রেক্ষাগৃহে ‘জওয়ান’-এর ঝাঁজ উপভোগ করতে পারবেন তাঁরা।

Advertisement

প্রসঙ্গত, দেশীয় ছবির কথা ভেবেই হিন্দি সিনেমার আমদানিতে সেভাবে আমল দেননি বাংলাদেশ সরকার। তবে এবার শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্য বিশেষ ছাড়! বহু বিতর্ক সত্ত্বেও ১১ লক্ষ টাকা দিয়ে ‘পাঠান’কে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এত দেরিতে মুক্তি পাওয়ায় ব্যবসা করতে পারেনি। ৫০ লক্ষ টাকা খরচ করে সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ নিয়ে গিয়েও লাভ হয়নি। পদ্মাপারের বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবে ‘পাঠান’ রিলিজের ভুল থেকে শিক্ষা নিয়েও এবার একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘জওয়ান’কে আনা হচ্ছে।

[আরও পড়ুন: জাতীয় পুরস্কার জিতেও ক্ষুব্ধ বাঙালি পরিচালক! ‘সর্দার উধম’ নিয়ে কী বললেন সুজিত সরকার?]

হাতে আর মাত্র ৯ দিন। ‘জওয়ান’ রিলিজ নিয়ে উত্তেজনায় ফুটছেন দেশবাসীরা। তবে পিছিয়ে নেই শাহরুখ খানের বিদেশি ভক্তরাও! ২১ দিন আগেই আরব আমিরশাহী, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জার্মানি, অস্ট্রেলিয়ায় শুরু হয়ে গিয়েছে অগ্রীম বুকিং। আর সেখানেই অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ঝড় তুলে দিয়েছেন কিং খানভক্তরা। এবার বাংলাদেশের অনুরাগীদের আক্ষেপও মিটতে চলেছে।

‘পাঠান’ পরবর্তী বক্সঅফিসে যে ফের সুনামি আসতে চলেছে, তা বেশ আন্দাজ করা যাচ্ছে। প্রি-টিজার থেকে গান, সবেতেই শোরগোল ফেলে দিয়েছেন কিং খান। ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জওয়ান’। এবার দেখার ‘পাঠান’-এর মতো ‘জওয়ান’ও বক্সঅফিসে ১০০০ কোটির গণ্ডী চাড়াতে পারে কিনা? 

[আরও পড়ুন: ‘ন্যক্কারজনক! হায়নার দল…’, যাদবপুরকাণ্ডের তীব্র নিন্দা প্রাক্তনী চিরঞ্জিতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement