Advertisement
Advertisement
Shah Rukh Khan

‘আমার পাপ-পুণ্যের বিচার হবে ১০ জুলাই’, বড় ঘোষণা ‘জওয়ান’ শাহরুখের

কিং খানের মন্তব্যে সরগরম টুইটার।

Shah Rukh Khan's 'Jawan' prevue to release on July 10 at THIS time | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 9, 2023 9:11 am
  • Updated:July 9, 2023 9:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আমি পাপ-পুণ্য যাই হই না কেন… আপনাদেরই একজন”, শাহরুখ খানের মন্তব্যে সরগরম নেটপাড়া। বড় ঘোষণা করলেন পর্দার ‘জওয়ান’।

‘জওয়ান’ নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ উর্ধ্বমুখী। নিত্যদিন সিনেমা নিয়ে নতুন তথ্য ফাঁস হচ্ছে। এর আগে শাহরুখ খানের লুক নিয়ে যতটা হইচই হয়েছে, নয়নতারার ‘জওয়ান’ লুক ফাঁস হওয়া নিয়েও কম শোরগোল হয়নি। দিন কয়েক ধরেই টুইটারে ট্রেন্ডিং ‘জওয়ান’। এবার বহু প্রতিক্ষীত সিনেমা নিয়ে বড় আপডেট দিলেন শাহরুখ খান।

Advertisement

এক টুকরো ভিডিও শেয়ার করে কিং খান জানিয়ে দিলেন যে আগামী ১০ জুলাই সকাল ১০.৩০ মিনিটে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’ সিনেমার পয়লা ঝলক। আর বলিউড বাদশার একটি টুইটেই অনুরাগীদের উত্তেজনা দেখার মতো। আসলে বছর চারেক বাদে পর্দায় প্রত্যাবতন করে ‘পাঠান’-এ যা পারফরম্যান্স দিয়েছেন শাহরুখ, বক্সঅফিসের সেই ঝড়ের সাক্ষী দেখেছে গোটা দেশ। সেখানে এক আন্তর্জাতিক সিক্রেট এজেন্টের ভূমিকায় নজর কেড়েছিলেন কিং খান, এবার ‘জওয়ান’-এর ক্ষেত্রেও যে তেমনই কিছু চমক অপেক্ষা করছে, তার ইঙ্গিত দিলেন বলিউড সুপারস্টার। শোনা যাচ্ছে, শাহরুখকে নাকি ডবল রোলে দেখা যাবে এই ছবিতে।

[আরও পড়ুন: ‘আপনি সমকামী তাই না?’ সপাট প্রশ্ন করণ জোহরকে, কান গরম করার মতো জবাবও এল!]

সূত্রের খবর, ‘জওয়ান’-এর ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিকের স্বত্ত্ব বিক্রি হয়েছে মোট ২৫০ কোটি টাকায়। যে ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। পরিচালনায় আটলি কুমার। এছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, প্রিয়ামণি। ‘জওয়ান’-এ ক্যামিওর রোলে চমক দেবেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্তরা। ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘জওয়ান’।

[আরও পড়ুন: বাড়িতে অভাব! তবুও লক্ষ লক্ষ টাকার গুটখার বিজ্ঞাপন ফেরান স্মৃতি ইরানি, কেন জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement