Advertisement
Advertisement

Breaking News

Jawan leaked

মুক্তির ৬ ঘণ্টার মধ্যেই কেলেঙ্কারি কাণ্ড! অনলাইনে ফাঁস ‘জওয়ান’

দাবানল গতিতে শেয়ার হচ্ছে 'জওয়ান'-এর পাইরেটেড HD ভার্সন।

Shah Rukh Khan’s Jawan leaked online within six hours of release | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 7, 2023 5:20 pm
  • Updated:September 7, 2023 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭ সেপ্টেম্বর ‘জওয়ান’-এর মুক্তি ঘিরে কিং-ভক্তদের কাছে বৃহস্পতিবার যেন সকাল থেকেই উৎসবের মতো। “কিং ইজ ব্যাক…”, ‘পাঠান’ ছবির মধ্য দিয়েই হুঙ্কার ছেড়েছিলেন, আর এবার আট মাসের ব্যবধানে ‘জওয়ান’ হয়ে পরিত্যক্ত রণক্ষেত্রে শুধু এলেনই না, বিজয়রথও ছোটালেন শাহরুখ খান (Shah Rukh Khan)। পর্দায় ‘জওয়ান’ পরিচয় দিতেই প্রেক্ষাগৃহগর্ভ ভরে উঠল সিটির আওয়াজ হাততালিতে। তবে রিলিজের ৬ ঘণ্টার মধ্যেই কেলেঙ্কারি কাণ্ড! অনলাইনে ফাঁস হয়ে গেল ‘জওয়ান’ (Jawan)।

সেই খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের একাংশ যেমন লিকড ভার্সন ডাউনলোড করার জন্য হুড়োহুড়ি শুরু করেছেন, ঠিক তেমনই আরেকাংশ ক্ষেপে আগুন। সিনেমার ব্যবসায়িক দিকের কথা চিন্তা করেই উদ্বিগ্ন তাঁরা। বলিউড সংবাদমাধ্যমসূত্রে খবর, প্রেক্ষাগৃহে ফোন ক্যামেরায় তুলেই আপলোড করে দেওয়া হয়েছে সমস্ত পাইরেসি সাইটগুলোতে। তামিলরকস, টেলিগ্রামস মুভিরুলজ-এর মতো একাধিক সাইটে এখন দাবানল গতিতে শেয়ার হচ্ছে ‘জওয়ান’-এর পাইরেটেড HD ভার্সন।

Advertisement

[আরও পড়ুন: ৫ নভেম্বর থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে শাহরুখ-সলমন-অনিল]

যদিও অনলাইনে ফাঁস হওয়ার জন্য পয়লা দিনের ব্যবসায় কোনওরকম প্রভাব পড়বে না বলেই মনে করছেন সিনেবাণিজ্য বিশ্লেষকদের একাংশ। কারণ, এই ছবি অগ্রীম বুকিংয়ের ক্ষেত্রেই ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আশা করা হচ্ছে, আন্তর্জাতিক বক্সঅফিস মিলিয়ে ১০০ কোটির গণ্ডীতেও পৌঁছতে পারে।

প্রসঙ্গত, দেশ জুড়ে ‘জওয়ান’ ঝড়। রীতিমতো রাত জেগে ভোর বেলার শো দেখেছেন কলকাতা থেকে কানপুরের দর্শক। জওয়ান নিয়ে টেনশনে রাত জেগেছেন শাহরুখও। সেকথা আগেই নিজের এক্স (টুইটার) প্রোফাইলে পোস্ট করেছিলেন কিং খান।

[আরও পড়ুন: মরচে ধরা সিস্টেমকে প্রশ্ন ছুঁড়ল ‘জওয়ান’! শাহরুখ যেন ‘নির্বিকার’ জনতার ‘রবিনহুড’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement