Advertisement
Advertisement
ShahRukh Khan

বার বার পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির তারিখ! রিলিজ করবে তো শাহরুখের ‘জওয়ান?

ছবি মুক্তি নিয়ে ক্রমাগত টালবাহানায় জওয়ান টিম।

Shah Rukh Khan's 'Jawan' been postponed| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 3, 2023 6:24 pm
  • Updated:May 3, 2023 6:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠানে’র পর শাহরুখের ‘জওয়ান’ ছবির দিকে সবার চোখ। পাঠান ম্যাজিকের পর জওয়ানে অনুরাগীদের মন কতটা ভরাতে পারবেন শাহরুখ, তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে। আর ঠিক এই সময়ই খবরে এল জওয়ানের মুক্তি নিয়ে অনিশ্চিয়তায় ভুগছেন ছবির টিম।

‘জওয়ান’ ছবির টিজার মুক্তি পাওয়ার পর থেকেই শোনা গিয়েছিল জুন মাসে মুক্তি পাবে এই ছবি। তবে নতুন খবর হল চলতি বছরের অক্টোবর মাসে মুক্তি পাবে শাহরুখের এই ছবি। সূত্র বলছে, অক্টোবর মাসেও নাকি নিশ্চিত নয়। ছবি মুক্তি নিয়ে ক্রমাগত টালবাহানায় জওয়ান টিম। অনেকেই মনে করছেন, ‘পাঠানে’র পর একটু বেশিই সচেতন শাহরুখ। মার্কেট বুঝেই নাকি ‘জওয়ানে’র মুক্তির তারিখ নিশ্চিত করার প্ল্য়ান করছেন ছবির টিম।

Advertisement

[আরও পড়ুন: বিয়ে করছেন সানি দেওলপুত্র করণ, জানেন পাত্রী কে?]

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাহরুখের এই ‘জওয়ান’ নাকি ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘আখরি রাস্তা’ থেকে অনুপ্রাণিত! তবে শুধু তাই নয়, ‘জওয়ান’ ছবি অনুপ্রাণিত হয়েছে কমল হাসান অভিনীত তামিল ছবি ‘ওরু কাইড়িইন ডায়েরি’ থেকেও।

[আরও পড়ুন: মুম্বইয়ে মণিরত্নমের সঙ্গে দেখা প্রসেনজিতের, নতুন সিনেমা? আশায় ভক্তরা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement