Advertisement
Advertisement
Shah Rukh Khan

৩৫ বছর পর ফের পর্দায় শাহরুখের ‘ফৌজি’, ধারাবাহিকের সিক্যুয়েলে বাদশা কি থাকছেন?

‘ফৌজি ২’ দেখা যাবে দূরদর্শনে।

Shah Rukh Khan's iconic 1989 series to be rebooted with Vikas Jain, Gauahar Khan
Published by: Akash Misra
  • Posted:October 15, 2024 6:27 pm
  • Updated:October 15, 2024 6:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সালটা ১৯৮৯। ছোটপর্দায় ফৌজি ধারাবাহিকে এক নতুন অভিনেতার আবির্ভাব। ধারাবাহিকের প্রথম এপিসোড থেকেই নজর কেড়েছিল লেফটেন্যান্ট অভিমন্যু রাই। সেই অভিমন্যুই যে পরবর্তীকালে বলিউডের বাদশা হয়ে উঠবেন, তা কেউই আন্দাজ করতে পারেনি। ৩৫ বছর আগের সেই ধারাবাহিকই ফের পর্দায় ফিরতে চলেছেন। আর এবার শাহরুখের জায়গায় রয়েছে ভিকি জৈন। সঙ্গে গওহর খান। তবে সেই পুরনো গল্প নয়, বরং সিক্যুয়েলেই ফিরছে ফৌজি। সম্প্রতি প্রকাশ্যে এল এই ধারাবাহিকের ঝলক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SANDEEP SINGH (@officialsandipssingh)

Advertisement

ফৌজির মতোই ‘ফৌজি ২’ দেখা যাবে দূরদর্শনে। নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে, ভিকি ও গওহর ছাড়াও ১২জন নতুন অভিনেতাকে এই ধারাবাহিকে দেখবেন দর্শক। ধারাবাহিকের টাইটেল গান গেয়েছেন সোনু নিগম। শোয়ে মোট ১১টি গান থাকবে। এই শো-টি পরিচালনা করবেন অভিনব পারেখ।

নির্মাতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই শো ডাব করা হবে। অন্যদিকে শোনা যাচ্ছে, ফৌজি ২-তে নাকি অতিথি শিল্পী হিসেবে দেখা যেতে পারে শাহরুখকে। তবে শাহরুখের তরফ থেকে এই নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement