সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল বড়দিনে ভক্তদের ‘ডাঙ্কি’ ছবি উপহার দেবেন শাহরুখ। তবে বলিউড সূত্র বলছে, ডিসেম্বরে নয়, রিলিজ পিছিয়ে ডাঙ্কি মুক্তি পেতে পারে ২০২৪ সালের জানুয়ারিতে! শোনা যাচ্ছে, প্রভাসের সালার ছবির সঙ্গে বক্স অফিসের লড়াইকে এড়িয়ে চলতেই নাকি ডাঙ্কির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত। তবে এই নিয়ে কিন্তু অফিসিয়ালি কোনও ঘোষণা করা হয়নি প্রযোজনা সংস্থা থেকে। এমনকী, শোনা যাচ্ছে, শুধু ‘সালারে’র সঙ্গে বক্স অফিস যুদ্ধ নয়, ‘ডাঙ্কি’র নাকি বেশ কিছু পোস্ট প্রোডাকশন কাজ বাকি। আর সে কারণেই নাকি মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে রাজকুমার হিরানি ও শাহরুখ।
‘পাঠান’, ‘জওয়ান’ ব্লক বাস্টার হওয়ার পর ছিল ‘ডাঙ্কি’র পালা। পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে বড়দিনেই বড়চমক দেওয়ার কথা ছিল শাহরুখের। অন্যদিকে, আদিপুরুষ ঢাহা ফ্লপ হওয়ায় বিতর্কের মুখে পড়েছিলেন ‘আদিপুরুষ’ প্রভাস। সিনে সমালোচকরা বলছেন, বক্স অফিসের লড়াইয়ে প্রভাস এখন বাজিমাত করতে মরিয়া। তাই ডাকাবুকো হয়ে শাহরুখের সঙ্গে বড়দিনে ফাইট করবেন প্রভাস। তবে নিন্দুকরা বলছেন, প্রভাসের জন্য মায়াই নাকি হয়েছে শাহরুখের। আর সেই কারণেই নাকি প্রভাসের ‘সালার’কে রাস্তা ছাড়ল শাহরুখের ‘ডাঙ্কি’।
সূত্রের খবর, পরিচালক প্রশান্ত নীল নিজেও নাকি ‘সালার’-এর মুক্তি পিছনোয় বেজায় ক্ষুব্ধ। ২০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে প্রভাসের এই ছবি। যেখানে একাধিক জনপ্রিয় দক্ষিণী তারকা রয়েছেন। কিং খান ভক্তদের বক্তব্য, ‘জওয়ান’ বাদশার ঝোড়ো ব্যাটিংয়ের মুখেই পিছু হটেছে প্রভাসের ছবি।
উল্লেখ্য, প্রভাসের ফিল্মি কেরিয়ারে এটা দুঃসময়! পর পর ফ্লপ ছবি! বক্সঅফিসের মার্কশিটে ডাহা ফেল ‘আদিপুরুষ’। বিতর্ক-নিন্দাও কম চলেনি এই সিনেমা নিয়ে। বিতর্ককে সঙ্গী করেই নতুন ছবি ‘সালার’-এর ফার্স্টলুকে অ্যাকশন অবতারে ধরা দিয়েছিলেন। ‘কালকি ২৮৯৮ এডি’র ফার্স্টলুকেও ভয়ানক ট্রোলের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। এবার শোনা যাচ্ছে, প্রভাস অভিনীত ‘সালার’ মুক্তি পাবে ২০২৪ সালে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.