সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ বছরে পা দিলেন শাহরুখকন্যা সুহানা খান (Suhana Khan)। মেয়ের জন্মদিনে মিষ্টি একটি ভিডিও আপলোড করে সুহানাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শাহরুখ। ভিডিও আপলোড করে শাহরুখ লিখলেন, ”আজকের দিনটা তোমার শুভ হোক, শুভ হোক চিরজীবন। ভালবাসি তোমাকে।” শাহরুখের এই পোস্টে উত্তরও দিয়েছেন সুহানা। লিখেছেন, ”তোমাকেই সবচেয়ে বেশি ভালবাসি!”
View this post on Instagram
কয়েক মাস আগেই নামী প্রসাধনী সংস্থার ব্র্য়ান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সুহানা খান। সেই খবর পেয়ে মেয়েকে সোশ্য়াল মিডিয়ায় শুভেচ্ছাও জানিয়ে ছিলেন শাহরুখ। শাহরুখ লিখেছিলেন, ‘মেবিলিনের জন্য অনেক অভিনন্দন বাচ্চা। কী সুন্দর পোশাক… কী সুন্দরভাবে নিজেকে উপস্থান করলে আর যদি আমাকেও কিছু কৃতিত্ব দেওয়া হয় এত সুন্দরভাবে তোমাকে বড় করার জন্য! লাল পোশাকে আমার ছোট্ট সোনা মা, অনেক ভালোবাসা’।
শাহরুখপুত্র আরিয়ান খান ও শাহরুখকন্যা সুহানাকে নিয়ে সব সময়ই সংবাদমাধ্যমে শোরগোল। এরা দুজন কখন কী করছেন, তা নিয়েও নানা আলোচনা চলতেই থাকে। তবে মাদককাণ্ডের পর আরিয়ান একটু এসবের আড়ালে গেলেও, সুহানা কিন্তু পাপারাৎজিদের কাছে প্রিয়। পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতিমধ্য়েই অভিনয়ে হাতেখড়ি হয়ে গিয়েছে সুহানার। তবে পুরোপুরি বলিউডে পা দিতে এখন নিজেকে তৈরি করতে ব্য়স্ত তেইশের সুহানা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.