সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’ ঝড়কে আটকানো সহজ নয়। একের পর এক রেকর্ড ভেঙে পাঠান এখন বলিউডের সবচেয়ে সফল ছবি। ‘পাঠানে’র ঝুলিতে এতটাই আয় যে এখন টিকিটের দাম কমাতে উদ্যোগী সিনেমা হলের মালিকরা। ‘পাঠান’কে সবার কাছে আরও পৌঁছে দিতে এমনটাই প্ল্য়ান করেছেন তাঁরা। আর ঠিক এই সময়ই সিনেমা হলে গিয়ে পাঠান দেখার প্ল্য়ান সেরে ফেললেন শাহরুখ। তবে শুধু ‘পাঠান’ দেখবেনই নয়, শাহরুখের চাই ফ্রিতে পপকর্নও!
শাহরুখ জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত একটানা বসে পাঠান ছবিটি দেখা হয়নি। তাই এবার অবশ্যই দেখব। যে ছবি আমাকে এতটা সফল হয়েছে, তা তো দেখতেই হবে।’
Oh oh ab toh phir dekhni padhegi. What a good thing to do. Thank u @yrf Can u arrange some free popcorn also! No?? https://t.co/IcRdfIW9gQ
— Shah Rukh Khan (@iamsrk) February 16, 2023
মঙ্গলবার ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের পক্ষ থেকে যে হিসেবে দেওয়া হয়েছে সেই অনুযায়ী সারা বিশ্বে ৯৭০ কোটি টাকার ব্যবসা করেছে ‘পাঠান’। ভারতে ছবির আয় ৫০০ কোটি টাকা ছাড়িয়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.