শাহরুখ খান
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালে শাহরুখ খানের (Shah Rukh Khan) বৃহস্পতি তুঙ্গে। আট মাসের ব্যবধানে দু দুটো ব্লকবাস্টার সিনেমা। বক্সঅফিসে যখন খাবি খাচ্ছে বলিউডের নবীন প্রজন্মের সিনেমা, তখন বছর চারেক বাদে পর্দায় প্রত্যাবর্তন করে একাই হিন্দি সিনে ইন্ডাস্ট্রির ব্যবসার গ্রাফ উর্ধ্বমুখী করেছেন কিং খান। ‘পাঠান’, ‘জওয়ান’ হাজার কোটির ব্যবসা দেওয়ার পর স্বাভাবিকভাবেই অনুরাগীদের চোখ ছিল ‘ডাঙ্কি’র দিকে। কিন্তু আগের দুই ব্লকবাস্টার ছবির মতো আশানুরূপ রেজাল্ট করতে পারছে না ‘ডাঙ্কি’ (Dunki)। দৌড়ে খানিক পিছিয়েই পড়ল। এদিকে শাহরুখ বলছেন, “এবছর দর্শকদের এত আনন্দ দিয়েছি যে আগামী ২-৪ বছর নিশ্চিন্তে বিরতিতে থাকতে পারব।”
বছরের শুরুতেই ‘পাঠান’ দিয়ে বাদশাহি প্রত্যাবর্তন। যার দাপটে বক্স অফিসে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন কিং। ‘জওয়ান’-এর ক্ষেত্রেও তার অন্য়থা হয়নি। তবে বছরশেষে ষোলো কলা পূর্ণ করতে পারল না ‘ডাঙ্কি’! ওপেনিংয়েই স্লথ গতি। পাখির চোখ সপ্তাহান্ত হলেও বক্স অফিসের মার্কশিটে যে ‘পাঠান’, ‘জওয়ান’-এর নম্বরকে টেক্কা দিতে পারবে না, তা বেশ বোঝা যাচ্ছে। এবার এক সাক্ষাৎকারে ফের বিরতি নেওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন শাহরুখ খান। ঠিক যেমনটা ২০১৮ সালে ‘জিরো’ সিনেমার পর নিয়েছিলেন। কিন্তু কেন বছর চারেকের বাণপ্রস্থে গিয়েছিলেন তিনি? বছরশেষে এবার খোলসা করলেন শাহরুখ।
বলিউড বাদশার কথায়, “সত্যি কথা বলতে কি, আমি কখনোই ৪ বছরের বিরতি নিতে চাইনি। দেড় বছর নিজের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম। সেইসময়ে মনে হয়েছিল, নিজের থেকে অনেকটা দূরে সরে গিয়েছি। প্রত্যেক অভিনেতার নিজের সঙ্গে সময় কাটানো খুব জরুরী। ভেবেছিলাম ৬-৮ মাস বাড়িতে নিজের সঙ্গে সময় কাটাই, কোনও ছবিও তখন সই করছিলাম না। আর হ্যাঁ, হুট করে আমি কোনও সিনেমা সই করি না। এব্যাপারে আমি একটু আলসে। একবছর আমি শুধু বসেছিলাম। তারপর অতিমারী চলে এল। দেখতে দেখতে আমার আড়াই বছর থেকে ৪ বছরের একটা বিরতি হয়ে গেল। তবে সেটা ছক কষে হয়নি।”
এর পরই শাহরুখের সংযোজন, “এই সময়টা আমি অনেক ধরনের সিনেমা দেখেছি। তারপর ভাবলাম, এরকম অনেক সিনেমা রয়েছে, যেগুলো আমার পছন্দ হয়নি, তবে দর্শকদের ভালো লাগবে। তাই সেরকম ফিল্ম বেছে নিলাম। আমি খুব খুশি যে এবছর আমি দর্শকদের এত আনন্দ দিতে পেরেছি। বিশেষ করে ডাঙ্কির মতো সিনেমা দিয়ে বছরটা শেষ করলাম। এটা আমার জন্য বড় পাওনা। এত আনন্দ দিয়েছি যে এবার মনে হচ্ছে আবার ২-৪ বছরের বিরতি নিয়ে ফেলি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.