Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

Shah Rukh Khan: অভিনয় অতীত? স্ত্রী গৌরীর কাছে নতুন কাজ শিখতে চান শাহরুখ খান

সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর কাছে বিশেষ এই আরজি জানিয়েছেন শাহরুখ।

Shah Rukh Khan wants to learn this from wife Gauri Khan | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 8, 2022 2:49 pm
  • Updated:June 8, 2022 2:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হল কী বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan)? এই তো ক’দিন আগে নতুন সিনেমার কথা ঘোষণা করলেন। এর মধ্যেই আবার স্ত্রী গৌরীর কাছে নতুন কাজ শিখতে চান। সেই আরজি আবার সোশ্যাল মিডিয়াতেই জানালেন তিনি। তাহলে কি বলিউডের রোম্যান্স কিংয়ের অভিনয় জীবন অতীত হতে চলেছে? এমন প্রশ্নই উঠতেই পারে। 

SRK-on-Gauri-1

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করেই বলা যাক।  ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে মুম্বইয়ে বেশ সুনাম রয়েছে শাহরুখের স্ত্রী গৌরী খানের। হৃতিক রোশন, রণবীর কাপুরের মতো একাধিক তারকার ঘর সাজিয়ে দিয়েছেন তিনি। নিজের বাড়ি মন্নতও সুন্দরভাবে সাজিয়েছেন গৌরী। এতদিনের অভিজ্ঞতায় যা শিখেছেন তা এবার  ইন্টেরিয়র ডিজাইনার হতে চাওয়া তরুণদের শেখাতে চান শাহরুখপত্নী। সেই কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে একটি ভিডিও আপলোড করেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gauri Khan (@gaurikhan)

[আরও পড়ুন: নায়ক যশের ছবি ছাড়ার ঘোষণায় চূড়ান্ত হতাশ, সংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন এনা সাহা]

গৌরীর ভিডিওটি দেখামাত্রই প্রতিক্রিয়া দিয়েছেন শাহরুখ। স্ত্রীর কাছেই ঘর সাজানোর নতুন কাজটি শিখতে চেয়েছেন তিনি। কমেন্ট বক্সে শাহরুখ লিখেছেন, “আমি এই ক্লাসে যোগ দেব… আরও ভাল করে শিখতে হবে আমাকে।”

SRK reaction

মজার ছলেই কথাটি লিখেছেন শাহরুখ খান। অবশ্য নতুন কাজ শেখার তাগিদ থাকলেও সিনেমা তিনি কখনই ছেড়ে দেবেন না। কামব্যাক ছবি ‘পাঠান’-এর কাজ শেষ করে ফেলেছেন। রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডাঙ্কি’ এবং দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ ছবিতে অভিনয় করার কথাও ঘোষণা করে দিয়েছেন। এর মধ্যেই আবার বলিউড বাদশার করোনা আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছে। সূত্রের খবর, নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন শাহরুখ। সুস্থ হলেই ফ্লোরে ফিরবেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

[আরও পড়ুন: ‘ইস্কাবন’ দেখতে চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আদিবাসীরা, কী প্রতিক্রিয়া ছবির নায়ক সৌরভ দাসের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement