Advertisement
Advertisement
Shah Rukh Khan

মাঝরাতে রণবীর-দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে শাহরুখ খান, উপহার ‘আশীর্বাদ’

শশব্যস্ত শিডিউলের মাঝেই কর্তব্য সারতে হাসপাতালে 'মামা' শাহরুখ।

Shah Rukh Khan visits new parents Deepika Padukone, Ranveer Singh at hospital
Published by: Sandipta Bhanja
  • Posted:September 13, 2024 10:42 am
  • Updated:September 13, 2024 1:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপতি উৎসবের আবহেই রণবীর-দীপিকার ঘরে এসেছে ‘লক্ষ্মী’। দীপিকা পাড়ুকোনের মতোই ‘লক্ষ্মী মেয়ে’ চেয়েছিলেন রণবীর সিং (Deepika-Ranveer)। রবিবার সকালে সেই ইচ্ছেপূরণ হয়েছে অভিনেতার। ফুটফুটে রাজকন্যার জন্ম দিয়েছেন বলিউড ‘মস্তানি’। সদ্যোজাতকে নিয়ে আপাতত আম্বানিদের হাসপাতালেই রয়েছেন অভিনেত্রী। এবার পাঁচ দিনের মাথায় দীপিকার সন্তানকে দেখতে গেলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।

১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতে এইচ এন রিলায়েন্স হাসপাতালে ছোটেন বলিউড বাদশা। পাপারাজ্জিরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। ওই ভিডিওতেই দেখা গেল, বলিউড বাদশার গাড়ি আম্বানিদের প্রাইভেট হাসপাতালে প্রবেশ করতে। শোনা যাচ্ছে, শনিবারই হাসপাতাল থেকে ছাড়া পাবেন দীপিকা। এরপরই মেয়েকে নিয়ে নতুন বাংলোয় গৃহপ্রবেশ করবেন তারকা-দম্পতি। তার প্রাক্কালেই বন্ধু-সহকর্মী তথা শাহরুখের সিনেমার ‘লাকি চার্ম’ দীপিকা এবং তাঁর সন্তানকে দেখতে হাসপাতালে ছুটলেন শাহরুখ খান। বলাই বাহুল্য, শশব্যস্ত শিডিউলের মাঝেই সময় বের করে এদিন মাঝরাতে কর্তব্য সেরে এলেন কিং খান। শুভেচ্ছা জানানোর পাশাপাশি আশীর্বাদও উপহার দিয়ে এলেন, বলে জানা গিয়েছে। আসলে অনস্ক্রিন জুটি হিসেবে তাঁরা যেমন সুপারহিট, তেমনই পর্দার নেপথ্যেও শাহরুখ-দীপিকার বন্ধুত্ব দারুণ।

Advertisement

বলাই বাহুল্য, শাহরুখ-দীপিকা মানেই সিনেমা সুপারহিট। সেই ‘ওম শান্তি ওম’ থেকে শুরু। তারপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’… একের পর এক ব্লকবাস্টার । চলতি বছর জানুয়ারি মাসে ‘পাঠান’ ছবিতে এই হিট ফর্মূলার জেরে বক্সঅফিসে জোয়ার দেখা গিয়েছে। শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ১৬ বছরের বক্সঅফিস রিপোর্টও অবশ্য সেকথাই বলে। যে যে ছবিতে এযাবৎকাল জুটি বেঁধেছেন শাহরুখ-দীপিকা, বক্সঅফিসে ভালো নম্বর এসেছে। এর আগে মুকেশ আম্বানিও রণবীর-দীপিকার কন্যাসন্তানকে দেখতে গিয়েছিলেন।

[আরও পড়ুন: মধ্যরাতে মালাইকার বাড়িতে সলমন, ৭ বছরের অভিমান ভুলে দুঃসময়ে প্রাক্তন বউদির পাশে ভাইজান]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আসছে দেবীপক্ষ, সমাজে নারীসুরক্ষা নিয়ে নতুন করে আন্দোলন শুরু হয়েছে। দেশজুড়ে এমনই এক উত্তাল সময়ে টিনসেল টাউনে রণবীর-দীপিকার কন্যার আবির্ভাব। কী নাম রাখবেন তারকাদম্পতি? সেদিকেই নজর ভক্তদের। একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা। তবে ‘সুপারস্টার’ মা-বাবা আদৌ সন্তানদের মুখ প্রকাশ্যে আনবেন কিনা এখনই, তা নিয়ে সন্দেহ রয়েছে।

[আরও পড়ুন: ‘কতটা অসংবেদনশীল…’, মালাইকার বাবার মৃত্যুর পর কেন মেজাজ হারালেন বরুণ ধাওয়ান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement