Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

যত দোষ জুহির! দল খারাপ খেললেই রেগে যান শাহরুখ, বন্ধুর ‘কুকথা’ ফাঁস অভিনেত্রীর

একসঙ্গে ম্যাচ দেখার 'তিক্ত' অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী।

Shah Rukh Khan 'Vents His Anger at Me' During IPL, Says KKR Co-Owner Juhi Chawla
Published by: Sandipta Bhanja
  • Posted:April 3, 2024 10:51 pm
  • Updated:April 4, 2024 12:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। বিগত তিন দশকে শাহরুখ-জুহির বন্ধুত্ব গড়িয়েছে খেলার ময়দান অবধি। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর যৌথ মালিক দুই বলিউড সুপারস্টার। জুহির স্বামী জয় মেহেতারও অবশ্য শেয়ার রয়েছে। একসঙ্গে টিমের উত্থান-পতনের সাক্ষী থেকেছেন তাঁরা। কিন্তু কেকেআর-এর ম্যাচ দেখার সময়ে বন্ধু শাহরুখ খান (Shah Rukh Khan) যা করেন, সেটা মোটেই পছন্দ নয় জুহি চাওলার (Juhi Chawla)।

চলতি আইপিএল-এর মরশুমে দুই বন্ধুকে এখনও পর্যন্ত একসঙ্গে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স-এর হয়ে গলা ফাটাতে দেখা যায়নি। কারণ, শাহরুখের সঙ্গে ম্যাচ দেখতে বসে জুহির অ্যাড্রিনালিন রাশ দ্বিগুন হয়! কেন? নিজেই সেই কারণ ফাঁস করলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে জুহি চাওলা জানিয়েছেন, “আইপিএল সবসময়েই আমার কাছে উত্তেজনার। আমরা সকলেই টিভির সামনে বসে পড়ি। যখন আমাদের টিম খেলে, তখন বেশ ভালো লাগে দেখতে। আর আমরা তখন মারাত্মক টেনশনেও থাকি। তবে হ্যাঁ, শাহরুখের সঙ্গে ম্যাচ দেখা আমার পক্ষে মোটেই ভালো নয়। কারণ, আমাদের টিম যখন খারাপ পারফর্ম করে, শাহরুখ ওঁর সমস্ত রাগ আমার উপর ঝাড়ে। আমি ওঁকে বলি, টিমকে বলো আমাকে এসব না বলে। তাই আমাদের একসঙ্গে আইপিএল ম্যাচ না দেখাই ভালো। আমার মনে হয়, বাকি টিমের মালিকদেরও সঙ্গেও এটাই হয়। নিজেদের টিমের খেলা দেখার সময়ে টেনশনে ঘেমে-নেয়ে একসা হয়ে যান সকলে!”

Advertisement

[আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় ৬ কোটির গাড়ি নিয়ে রণবীর কাপুর, ‘রথ’ থামিয়ে বৃদ্ধকে টাকাও দিলেন ‘রাম’]

 

এর আগে ‘কপিল শর্মা’ শোয়ে একবার জুহি জানিয়েছিলেন, তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন, নাইট রাইডার্স যখন বাইশ গজে পারফর্ম করে, তখন গ্যালারিতে যদি তিনি, তাঁর স্বামী জয় এবং শাহরুখ, তিনজনই একসঙ্গে উপস্থিত থাকেন, তাহলে টিম জিতে যায়। কিন্তু ব্যস্ত শিডিউলের জন্য বেশিরভাগ সময়েই সেটা সম্ভব হয় না। কপিল শর্মার কাছে রসিকতা করে জুহি বলেছিলেন, “অনেকসময় এরকম হয়, টিম খারাপ খেলছে। আমি বসে মন্ত্র জপ করছি। শাহরুখ রীতিমতো আমাকে ধমকাতে শুরু করে। খেলোয়ারদের পারফরম্যান্স নিয়ে খেপে যায়। আমাকে বলে- এবার মনে হচ্ছে আমাকে একটা টিম মিটিং ডাকতেই হবে। ওঁর সব বকুনি আমি খাই তখন।” তারপর কী হয় সেই মিটিংয়ে? সেই ঘটনাও অভিনেত্রী নিজেই ফাঁস করেছিলেন। জুহি বলেছিলেন, “শাহরুখ টিম মিটিং ডাকার পর আমি ভাবি, এবার হয়তো প্লেয়ারদের কিছু বলবে। কিন্তু কোথায় কী? ও তখন কোনও একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করে দেয়। আর সবশেষে বলে- ভালো করে খেলো।”

[আরও পড়ুন: দার্জিলিংয়ে মোমো-থুকপায় মজে বাবিল খান! স্থানীয়দের সঙ্গে চুটিয়ে আড্ডা ইরফানপুত্রর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement