Advertisement
Advertisement

Breaking News

‘আমি ভিলেন হলে…’, নতুন পোস্টারে বলিউড হিরোদের হুঁশিয়ারি বন্দুকবাজ ‘জওয়ান’ শাহরুখের!

নাছোড়বান্দা ভক্তরা, দেরি না করে 'জওয়ান'-এর রগরগে পোস্টার প্রকাশ্যে আনলেন কিং খান।

Shah Rukh Khan unveils NEW Jawan poster with viral look, threatens Bollywood Heroes | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 13, 2023 2:25 pm
  • Updated:July 13, 2023 2:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সিনেমার পোস্টার নেই কেন? ভক্তের আবদারে এক ঘণ্টা আগেই জবাব দেন শাহরুখ খান। কিং খানের প্রতিশ্রুতি, “ASKsrk পর্ব শেষ হলেই করব।” সেই কথা মতোই এবার ‘জওয়ান’-এর নতুন পোস্টার রিলিজ করলেন শাহরুখ খান। আসলে অনুরাগীদের চমক দিতে তাঁর জুড়ি মেলা ভার। আর সেই ছবিতেই হাতে বন্দুক নিয়ে হুঁশিয়ারি দাগলেন কিং খান। ছবির সংলাপ ধার করেই বললেন- ‘আমি ভিলেন হলে টিকতে পারবে না’।

‘জওয়ান’-এর পয়লা ঝলকে শাহরুখের রাফ অ্যান্ট টাফ লুক দেখে গত দিন দুয়েক ধরেই সরগরম নেটপাড়া। এবার সেই ন্যাড়া মাথা, চোখে কালো সানগ্লাস, কাচা-পাকা দাঁড়ি, হাতে বন্দুক নিয়ে নতুন পোস্টারে ধরা দিলেন। যা দেখে ভক্তরা যারপরনাই উচ্ছ্বসিত। টুইটে পোস্টারের ক্যাপশনে লেখেন- “এবার কাজে ফিরতে হবে। ‘জওয়ান’ রিলিজের জন্য প্রস্তুত হচ্ছে। আপনাদের সকলকে ভালবাসা আর ধন্যবাদ। দেখা হবে সিনেমাহলে।” আগামী ৭ সেপ্টেম্বর তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে ‘জওয়ান’।

Advertisement

সিনেমার গান কবে মুক্তি পাবে? সেকথাও জানালেন শাহরুখ। ভক্তের প্রশ্নের উত্তরে কিং খান বললেন, “ফারাহ আর বৈভবী দিনরাত পরিশ্রম করছে। আটলি এডিট করে সেগুলো তৈরি করবে। খুব ভাল ভাল গান করেছে ওরা।” ‘জওয়ান’ প্রিভিউয়ের একেবারে শেষ দৃশ্যে শাহরুখকে মেট্রোর ভিতরে যেখানে ‘বে করার করকে হামকে ইউ না জাইয়ে..’ গানের দৃশ্যে নাচতে দেখা গিয়েছে, সেটা যে পরিচালক আটলির ভাবনা ছিল সেকথাও জানান অভিনেতা। বলেন, “আমি নেচেও খুব মজা পেয়েছি।” এছাড়াও ‘জওয়ান’-এর শুট করতে গিয়ে সবথেকে মজার কী ঘটনা ঘটেছে সেটাও ফাঁস করলেন কিং খান। জানালেন , “এই প্রথমবার এই সিনেমার জন্য কয়েক লাইন তামিল গান করেছি। চেন্নাইয়ের গোটা ক্রিউ আমাকে খুব উৎসাহ দিয়েছে।”

[আরও পড়ুন: ভগবান শিবের ভূমিকায় অভিনয়, ধর্মীয় বিতর্ক এড়াতে আগেভাগেই সেন্সর বোর্ডের দ্বারস্থ অক্ষয়]

প্রসঙ্গত, রিলিজের ২৪ ঘণ্টাতেই ১০০ মিলিয়নের উপর ভিউ। ভাইরাল হয়েছে ‘জওয়ান’ পুতুলও (Jawan Doll)। ইতিমধ্যেই, ‘জওয়ান’ সিনেমার পয়লা ঝলকে বলিউড বাদশাকে যে চারটি ভিন্ন লুকে দেখা গিয়েছে, তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বুড়ো হাড়েও যে তিনি একাই ময়দান কাঁপিয়ে দিতে পারেন, ‘পাঠান’-এর পর ‘জওয়ান’-এর পয়লা ঝলকে সেটা আবারও প্রমাণ করে দিলেন শাহরুখ খান। বৃহস্পতিবার দুপুরে নতুন পোস্টার প্রকাশ্যে এনে ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিলেন বলিউড বাদশা।

[আরও পড়ুন: সেটে মস্ত বড় ‘বাওয়াল’! জাহ্নবীর সঙ্গে এক মাস কথা বলেননি বরুণ ধাওয়ান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement