Advertisement
Advertisement

Breaking News

Shahrukh Khan

অভিনয়ে টান নেই, মদের পর এবার আরও এক নতুন ব্যবসায় শাহরুখপুত্র আরিয়ান

কীসের ব্যবসা শুরু করলেন আরিয়ান?

Shah Rukh Khan turns muse for Aryan Khan as son launches new clothing brand | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 24, 2023 5:28 pm
  • Updated:April 25, 2023 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকে ভাবছে বাবার মতো ছেলেও হয়তো নায়ক হবেন। কিন্তু দেখুন, শাহরুখের ছেলে আরিয়ানের মগজে অভিনয় ছাড়া, অন্য নানান প্ল্য়ান। প্রথমে অবশ্য পরিচালনায় আসবেন ঠিক করেছিলেন। তবে সে প্ল্য়ানে আপাতত জল। তারপর হঠাৎ খবর, অ্যালকোহলের ব্র্য়ান্ড খুলেছেন আরিয়ান। আর এবার তো সোজাসুজি জামাকাপড়ের ব্যবসায় নেমে পড়লেন শাহরুখপুত্র আরিয়ান। যার নাম ডি’য়াভল এক্স। আর সেই পোশাক কোম্পানির আসন্ন প্রচারের অঙ্গ হয়ে উঠলেন শাহরুখ খান। টুইটারে পোস্ট করলেন প্রোমোও। খবর অনুযায়ী, এই বিজ্ঞাপনের পরিচালক আরিয়ান খান এবং এই বিজ্ঞাপনে অভিনয় করবেন শাহরুখ। 

মাদক কাণ্ডের পর ছেলে আরিয়ানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ। তবে ধীরে ধীরে সেই দুঃসময় কাটিয়ে আরিয়ান নিজের পায়ের মাটি খুঁজে পেয়েছেন। আর এ ব্যাপারে প্রথম থেকে পাশে পেয়েছেন বাবা শাহরুখকে। এবারটাও আরিয়ান পাশে পেলেন তাঁকে। শাহরুখের হাত ধরেই নতুন ব্যবসায় পা রাখলেন আরিয়ান খান।

Advertisement

[আরও পড়ুন: রঙ্গমঞ্চে ‘দেবদাস’ রণজয়, ব্রডওয়ের মতো মিউজিক্যাল দেখতে পাবেন দর্শকরা]

অন্যদিকে, বিদেশের এক জনপ্রিয় সুরা কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছেন আরিয়ান (Aryan Khan )। খুব শীঘ্রই এদেশে সেই ব্র্যান্ডের নতুন সুরা লঞ্চ করতে চলেছেন তিনি। তবে শুধুই সুরা নয়, সুরাপানের সঙ্গে জড়িত নানা সরঞ্জাম তৈরি করবে আরিয়ানের এই ব্র্যান্ড। ইতিমধ্য়েই আরিয়ানের সঙ্গে যাবতীয় ব্যবসায়ীক চুক্তি সই করে ফেলেছে সংস্থা। তবে নতুন এই ব্যবসা নিয়ে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি আরিয়ানের।

[আরও পড়ুন:  ‘ডাঙ্কি’ ছবির শুটিংয়ে কাশ্মীরে শাহরুখ, ‘পাঠান’কে কাছে পেয়ে আপ্লুত গোটা ভূস্বর্গ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement