সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের ‘রোম্যান্স কিং’ তিনি। সেই যে সিমরনকে ‘পলট’ বলেছিলেন, তার পর কতই রোম্যান্সের রূপকথা সাজিয়েছেন বড়পর্দায়। এহেন শাহরুখ খান দিল্লির এক বিয়েবাড়িতে গিয়ে হলেন ‘লাভ গুরু’। কনেকে সবার সামনেই বললেন ‘তেরি আঁখো কি নমকিন মস্তিয়াঁ’। বিয়েবাড়ির ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনের প্রশ্ন, ‘কত টাকা নিলেন?’
তারকাদের বিয়েবাড়ির অনুষ্ঠানে যাওয়া, সেখানে পারফর্ম করার ঘটনা নতুন নয়। তর্ক-বিতর্ক যাই হোক, বলিউডের একাধিক প্রথম সারির তারকা টাকা নিয়ে বিয়েবাড়িতে যান বলেই শোনা যায়। দিল্লির এই বিয়ে বিয়েবাড়িতে কার্তিক আরিয়ান, সারা আলি খান, নোরা ফতেহি, করণ জোহর, গওহর খানও নাকি গিয়েছিলেন। তবে নেটিজেনদের নজর যাঁর দিকে সবথেকে বেশি তিনি ‘বলিউড বাদশা’ শাহরুখ খান।
Shah Rukh Khan rocked in Delhi wedding . Our pathaan rocks the stage with electrifying moves. SRK lights up the stage with iconic dance moves to his hit songs, from “Chaiyya Chaiyya” to “Jhoome ho pathaan”#ShahRukhKhan pic.twitter.com/Zug2Pyc7cl
— SRK’s Vasim (@iamvasimt) December 7, 2024
শোনা যায়, বিয়েবাড়ি গিয়ে নাচ-গানের পাশাপাশি বর-কেনের ‘লাভ গুরু’র ভূমিকাও পালন করেছেন শাহরুখ খান। তাঁদের বলেছেন, “যদি বন্ধু হয়ে থাকতে পারো তাহলে তোমাদের বিয়েতে কখনও কোনও সমস্যা হবে না। যদি কিছু হয়েও যায় তাহলে চিন্তা কোরো না। আমি তো আছি তোমাদের লাভ গুরু।” বরকে রোম্যান্স করতেও শেখান শাহরুখ। সেই ভিডিও শেয়ার করেন রূপটান শিল্পী অমৃত কর।
View this post on Instagram
অমৃতই বধূর সাজের দায়িত্বে ছিলেন। নিজের শেয়ার করা ভিডিওতে শাহরুখকে ট্যাগ করে তিনি লেখেন, ‘আপনি তো আমার দিনটাই ভালো করে দিলেন নববধূ হর্ষিতার প্রশংসা করে। বিয়ে দিনে ওকে যা সুন্দর লেগেছে, আমার আজকের পরিশ্রম সার্থক।’ অমৃতের এই পোস্টের কমেন্টবক্সেই আবার এক নেটিজেন শাহরুখের উদ্দেশে লেখেন, ‘এই পারফরম্যান্সের জন্য কত টাকা নিলেন?’ জবাব দিয়েছেন রূপটান শিল্পী। তিনি লিখেছেন, ‘উনি (শাহরুখ খান) পারিবারিক বন্ধু।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.