Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan Mannat

মন্নত ছেড়ে সপরিবারে ভাড়াবাড়িতে যাচ্ছেন শাহরুখ, আচমকাই কেন ঠিকানা বদলালেন বাদশা?

নিরাপত্তা নিয়ে বড় আশঙ্কা! সেই খাতিরেই ঠিকানা বদলালেন কিং খান?

Shah Rukh Khan to move out of Mannat with family before May, rents apartment
Published by: Sandipta Bhanja
  • Posted:February 26, 2025 5:23 pm
  • Updated:March 1, 2025 12:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্নত। শাহরুখ খানের (Shah Rukh Khan) স্বপ্নের ইমারত। অবশ্য তাঁর একার নয়, সহধর্মিনী গৌরীও রয়েছেন ‘কিং’-এর পাশে। দুজনে মিলে মনের মতো করে সাজিয়ে নিয়েছেন এই বাড়ি। বলা ভালো প্রাসাদ। যার সামনে চেনা দৃশ্য নায়কের দর্শনপ্রত্যাশী জনঅরণ্যের ঢেউ। তাঁদের কাছে মন্নত (Mannat) পীঠস্থান। বাদশার জন্মদিন হোক বা সিনেমার রিলিজ থেকে ইদ, বান্দ্রার এই হেরিটেজ প্রাসাদের বাইরে চেনা দৃশ্য জনঅরণ্য। এবার সেই সাধের বাংলো ছেড়ে সপরিবারে অন্যত্র চলে যাচ্ছেন কিং খান। থাকবেন ভাড়া বাড়িতে। আচমকাই কেন আচমকাই কেন ঠিকানা বদলালেন বাদশা?

চব্বিশ সালের মাঝামাঝি খুনের হুমকি পেয়েছিলেন কিং খান। তারপর থেকেই লাইমলাইটের অন্তরালে থাকতে ভালোবাসেন শাহরুখ। গত জন্মদিনেও মন্নতের বারান্দায় ‘সম্রাট’কে দেখা যায়নি। নিরাপত্তার আশঙ্কা থেকেই কি তাহলে ঠিকানা বদলাতে চলেছেন বলিউড সুপারস্টার? আজ্ঞে না! আসলে এবার স্বপ্নের বাংলো মন্নতের কলেবর আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন গৌরী খান। কিন্তু হেরিটেজ বিল্ডিংয়ে হাতুড়ির ঘা মারার আগে প্রশাসনের অনুমতি পাওয়া আবশ্যক। ইতিমধ্যেই মুম্বই প্রশাসনের তরফে সেই ছাড়পত্র পেয়েছেন শাহরুখপত্নী। জানা গিয়েছে, ৬ তলার মন্নতকে এবার আট তলার বিল্ডিংয়ের রূপ দিতে চাইছেন সুপারস্টার দম্পতি। আর সেইজন্যই এবার স্ত্রী-সন্তান নিয়ে মুম্বই খর এলাকার পশ্চিমে পালি হিলসের এক বাংলোয় ভাড়া থাকবেন তাঁরা। সেই বিলাসবহুল বাংলো আদতে ভাগনানি পরিবারের সম্পত্তি। জ্যাকি ভাগনানির থেকেই সেই বাংলো আগামী ৩ বছরের জন্য সেই বাংলো লিজ নিয়েছেন শাহরুখ। যার ভাড়া জানলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য!

Advertisement

Shah Rukh Khan's Mannat To Get 2 New Floors, Gauri Khan Seeks Permission For Construction?

বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রতি মাসে শাহরুখকে পালি হিলসের এই বাংলোর জন্য ১১.৫৪ লক্ষ টাকা ভাড়া গুনতে হবে। এছাড়াও ৩২.৯৭ লক্ষ টাকা আগাম দিতে হয়েছে। সেখানেই আরেকটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন কিং খান। যার জন্য প্রতি মাসে ১২ লক্ষ টাকা দিতে হবে বলিউড সুপারস্টারকে। এক্ষেত্রেও ৩৬ লক্ষ টাকা ডিপোজিট দিতে হয়েছে শাহরুখকে। সবমিলিয়ে দুই ভাড়া বাংলোর জন্য প্রতি মাসে ২৪ লক্ষ গ্যাঁটের কড়ি খরচ পড়বে অভিনেতার। জানা গেল, মে মাস থেকে মন্নত সারাইয়ের কাজ শুরু হবে। আর সেজন্যই তার আগে পালি হিলসের বাংলোয় চলে যাবেন শাহরুখ খান। সূত্রের খবর, নতুন বাংলোয় মন্নতের মতো অত বড় জায়গা না হলেও খান পরিবারের থাকার জন্য শুধুমাত্র ৪ তলা বরাদ্দ হয়েছে।

বলিউড মাধ্যম সূত্রে খবর, ৬ তলার মন্নতকে এবার আট তলার বিল্ডিংয়ের রূপ দিতে চাইছেন শাহরুখ-গৌরী। আর সেই প্রেক্ষিতেই মুম্বই প্রশাসনের কাছে আবেদনপত্র পাঠিয়েছিলেন গৌরী খান। ছাড়পত্র মিলতেই এবার কাজ শুরু করার প্রস্তুতি চলছে জোরকদমে। ১৯১৪ সালে তৈরি মন্নত মুম্বইয়ের হেরিটেজ বিল্ডিং। সেখানেই সপরিবারের সংসার সাজিয়েছেন শাহরুখ-গৌরী। সন্তানরা ছাড়াও কিং খানের দিদিও এই বাংলোতেই থাকেন। তবে সম্ভবত ‘জায়গা কম পড়িয়াছে’! তাই মন্নতকে আট তলা করে গৃহসজ্জা বাড়াতে চাইছেন তাঁরা। যার খরচ পড়বে আনুমানিক ২২৫ কোটি টাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement