Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

মেট গালায় শাহরুখ! প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরির পথে কিং খান? ম্যানেজারের বড় ইঙ্গিত

মেট গালার রেড কার্পেটে বলিউড বাদশা! কার পোশাকে হাঁটবেন?

Shah Rukh Khan To Make Met Gala Debut? Manager 'Likes' Post Amid Speculations
Published by: Sandipta Bhanja
  • Posted:April 11, 2025 1:45 pm
  • Updated:April 11, 2025 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সুন্দরীরা সেই কবে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন। যদিও ২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্ট এদেশে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে অবশ্য দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন। এবার বলিউডে জব্বর খবর, প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে ইতিহাস তৈরি করতে চলেছেন শাহরুখ খান। ম্যানেজার পূজা দাদলানির এক ইঙ্গিতেই জল্পনার সূত্রপাত।

কিং আপাতত পরবর্তী সিনেমা ‘কিং’-এর কাজে ব্যস্ত। উপরন্তু আইপিএল-এর মরশুমে শাহরুখের আলাদা ব্যস্ততা থাকে। এমন আবহেই বলিপাড়ার অন্দরে কানাঘুষো, মেট গালার রেড কার্পেটে সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে হাঁটবেন বাদশা। জল্পনার সূত্রপাত, ‘ডায়েট সব্য’র অ্যাকাউন্টের একটি পোস্ট থেকে। যেখানে লেখা- “অসম্ভব ঘটনা ঘটতে চলেছে। ভারতীয় বিনোদুনিয়ার দুই মহীরুহ এবার নিজেদের শৈল্পিক দক্ষতার মেলবন্ধন ঘটাতে চলেছে। একজন বলিউডে সেরা সুপারস্টার, অন্যজন ভারতের বর্তমান প্রজন্মের সবথেকে বড় ফ্যাশন ডিজাইনার। ২০২৫ সালের মেট গালার জন্। জুটি বাঁধতে চলেছেন তাঁরা। আর এই বলিউড আইকন নিজের কেয়ারলেস সাজপোশাক নিয়ে এবার মেট গালার রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরি করতে চলেছেন।” ক্যাপশনে উল্লেখ- ‘এবারের মেট গালা উত্তেজনাপূর্ণ হতে চলেছে।’ ব্যস এরপর থেকেই শাহরুখের মেড গালায় যোগ দেওয়ার গুঞ্জন শুরু। তবে সেই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি পড়ে পোস্টে বাদশার ম্যানেজার পূজা দাদলানির এক লাইকে! গতবার সব্যসাচীর পোশাকে রেড কার্পেটে মাতিয়েছিলেন কাপুরদের বউমা আলিয়া ভাট। এবার কি তবে শাহরুখ খানের পালা? অনুরাগীদের কৌতূহল তুঙ্গে।

Advertisement

বাদশা যদিও এমন জল্পনায় কোনও প্রতিক্রিয়া দেননি। তবে ‘ডায়েট সব্য’র পোস্টে ‘কেয়ারলেস সাজপোশাকে’র উল্লেখ থাকায় অনেকে আবার রণবীর সিংয়ের কথাও ভাবছেন। প্রসঙ্গত, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসেই চলতি বছরের মেট গালার থিম প্রকাশ করেছে। এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দেবেন তারকারা। বিশেষ নজর থাকবে পুরুষদের পোশাকের উপর। যা দুই দশকেরও বেশি সময় ধরে ফ্যাশন দুনিয়ার আলোচনায় ব্রাত্য। প্রতীক্ষিত সেই মেগা ফ্যাশন অনুষ্ঠানেই শাহরুখ খানের যোগ দেওয়ার সম্ভাবনা। অতঃপর কিং খানের মেট গালায় অংশ নেওয়ার জল্পনা যদি সত্যি হয়, তাহলে যে তাঁর ফিল্মি কেরিয়ারেও এটি নতুন মাইলস্টোন যোগ করবে, তা বলাই বাহুল্য।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by DietSabya® (@dietsabya)

এর আগে মেট গালায় হেঁটে নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরা। সেই তালিকাতে এবার নবতম সংযোজন কিয়ারা আডবানি। সে খবর নিশ্চিত। তবে বাদশাযোগ নিয়ে জল্পনা বহাল। গতবছর আলিয়া ভাট সব্যসাচীর ডিজাইন করা পোশাকে তাক লাগিয়েছিলেন। চলতি বছর অবশ্য নায়িকা থাকবেন কিনা, তা জানা যায়নি। তবে গুঞ্জন বলছে, এবার সব্যসাচীর পোশাকেই রেড কার্পেটে তাক লাগাতে চলেছেন বলিউড বাদশা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement