Advertisement
Advertisement

Breaking News

SRK Y+

শাহরুখকে খুনের হুমকি! Y+ ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে মহারাষ্ট্র সরকার

কিং খানের নিরাপত্তা বাড়াল মহারাষ্ট্র সরকার।

Shah Rukh Khan to get Y+ security amid death threats | sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 9, 2023 9:17 am
  • Updated:October 9, 2023 9:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সঅফিসে যখন অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছে ‘জওয়ান’, তখন পর পর খুনের হুমকি পাচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। গত ৫ অক্টোবরই মহারাষ্ট্র সরকারের তরফে পুলিশ প্রশাসনের কাছে নির্দেশ গিয়েছিল বাদশার নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার জন্য। এবার জানা গেল, কিং খানকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দিতে চলেছে একনাথ শিণ্ডের সরকার।

কেন খুনের হুমকি পাচ্ছেন শাহরুখ খান? সূত্রের খবর, বিগত তিন দশকের ফিল্মি কেরিয়ারে এই প্রথমবার শাহরুখ খান বুক ঠুকে রাজনীতির মুখোমুখি হয়েছেন কিং খান। ‘জওয়ান’ (Jawan) সিনেমার মাধ্যমেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মরচে ধরা সিস্টেমকে। এদিকে বক্স অফিসেও এহেন গগনচুম্বী সাফল্য। একা একটা মানুষ কীভাবে ‘মাস হিরো’ হয়ে উঠতে পারে, তার উদাহরণ শাহরুখ খোদ। দেশের কৃষকমৃত্যু থেকে সরকারি দুর্নীতি, অস্ত্র কেলেঙ্কারির মতো বহু সত্য ঘটনাকে বিনোদনের মোড়কে ছবিতে দেখিয়েছেন কিং খান। তাঁর ‘জওয়ান’ নিয়ে রাজনৈতিক মহলের অন্দরেও কম চাপানোতর হয়নি। কংগ্রেস-বিজেপি একে-অপরের দিকে আঙুল তুলে দাবি করেছে, এসব দুর্নীতি কার আমলে ঘটেছে সেই বিষয়ে।

Advertisement

[আরও পড়ুন: ‘সারাজীবন আগলে রাখব’, রহস্যময়ীর সঙ্গে ছবি দিয়ে ঘোষণা সলমনের, ‘বউদি নাকি?’, প্রশ্ন ভক্তদের]

আর সিনেমা যখন বক্স অফিসে ১১০০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে, তখন খুনের হুমকি পাচ্ছেন শাহরুখ। পুলিশ সূত্রে খবর, ‘পাঠান’ ও ‘জওয়ান’ এই দুটো ছবির জনপ্রিয়তা এবং দারুণ ব্যবসার জেরেই নাকি খুনের হুমকি পাচ্ছেন কিং খান। আর সেই প্রেক্ষিতেও কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না মহারাষ্ট্র সরকার। তাই বলিউড সুপারস্টারের জন্য Y+ ক্যাটাগরির নিরাপত্তা বরাদ্দ করা হয়েছে।

[আরও পড়ুন: পুজোর আগে ‘মিঠাই’ রানির কুমোরটুলি সফর, মা দুর্গাকে আদর সৌমিতৃষার, দেখুন]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement