Advertisement
Advertisement

Breaking News

Shahrukh Rooney

বিশ্বকাপ ফাইনালে বলিউডি চমক! রুনিকে DDLJ পোজ শেখালেন শাহরুখ, ভিডিও ভাইরাল

শাহরুখই ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় এশিয়ান তারকা, মত রুনির।

Shah Rukh Khan taught Wayne Rooney famous DDLJ pose | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 18, 2022 9:20 pm
  • Updated:December 18, 2022 9:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগেই অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলেন দর্শকরা। ইংলিশ ফুটবলের তারকা ওয়েন রুনিকে (Wayne Rooney) ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ সিনেমার বিখ্যাত পোজ শেখালেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর শাহরুখকেই ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় এশিয়ান তারকার খেতাব দিলেন রুনি। 

Shahrukh Rooney

Advertisement

কাতার বিশ্বকাপের আগে প্রি ম্যাচ কভারেজে ‘পাঠান’ (Pathaan) সিনেমার প্রচার করবেন শাহরুখ। এ খবর আগেই জানা গিয়েছিল। যথা সময়ে স্টুডিওয় হাজির হয়ে যান বলিউড বাদশা। সঞ্চালক প্রশ্নোত্তর পর্বের ভার দুই তারকাকেই দিয়ে দেন। ‘পাঠান’ কাকে বলবেন? এই প্রশ্ন শাহরুখকে করেন রুনি। উত্তরে কিং খান বলেন, “যে মানুষটিকে আপনি চরম সমস্যায় পড়লে সবার শেষে ডাকবেন। যেমন আপনি। ওয়েন রুনিই তো পাঠান।”

[আরও পড়ুন: ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: সপ্তাহের প্রথম দিন কোন ছবিগুলি দেখা যাবে?]

বলিউড অভিনেতাদের প্রসঙ্গেও জানতে চান রুনি। তার উত্তরে মজা করে শাহরুখ জানান, ভারতীয় অভিনেতারা কিন্তু সবসময় চিকেন-রাইস খান না। কথার মাঝেই রুনি জানান, ব্রিটেনে শাহরখ খানই সবচেয়ে জনপ্রিয় এশিয়ান অভিনেতা। তাঁর এই কথা বাদশার মুখে হাসি ফোটায়।

কথোপকথনের শেষে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েন দুই তারকা। প্রথমে ওয়েন রুনির গোল করার পরের উচ্ছ্বাসের ধরন দেখান শাহরুখ। তারপর আসে রুনির পালা। শাহরুখের বিখ্যাত পোজ দেওয়ার চেষ্টা করেন ফুটবল তারকা। তাঁর একটু অসুবিধা দেখে কিং খান নিজেই শিখিয়ে দেন, কীভাবে দু’বাহু প্রসারিত করতে হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মিষ্টি এই মুহূর্ত। উল্লেখ্য, কাতার বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ট্রফি উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোনও। 

[আরও পড়ুন: ‘পাঠান’ ছবির দ্বিতীয় গান গাইবেন অরিজিৎ সিং, বড় ঘোষণা শাহরুখের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement