Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

‘বাথরুমে বসে শুধুই কাঁদতাম!’ শাহরুখের মুখে মনখারাপের কথা, কী হল হঠাৎ?

আর কী বললেন শাহরুখ?

Shah Rukh Khan Talks About Failures And Moving On
Published by: Akash Misra
  • Posted:November 19, 2024 5:52 pm
  • Updated:November 19, 2024 6:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের বাদশা। তিনিই জওয়ান, পাঠান! কেরিয়ার শুরুতে অবশ্য মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল শাহরুখকে। শাহরুখই তো শিখিয়েছেন, হারকে জিতনেওয়ালে কো বাজিগর কহেতে হ্যায়! মনের ভিতর থেকে সমস্ত ডর সরিয়ে, সত্যিই তিনি হলেন বাদশা। কিন্তু গত কয়েক বছর আগেও, বাদশার চোখ দিয়ে বইতো অশ্রুধারা। একের পর এক ছবি ফ্লপ। শাহরুখ তো ভেবেই ছিলেন তাঁর সময় শেষ! কেরিয়ার স্তব্ধ। আর এই সময়টাই হতাশা ঘিরে ধরেছিল শাহরুখকে। দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া Global Freight Summit-এ সেই সময়ের কথাই তুলে ধরলেন শাহরুখ (Shah Rukh Khan)। স্পষ্ট জানালেন, এক সময় কেরিয়ারের কথা ভেবে বাথরুমে বসে ঘণ্টার পর ঘণ্টা কাঁদতেন তিনি।

শাহরুখ জানালেন, ”কখনও যদি ব্যর্থতা আসে, তাহলে নিজের অফিস বা কাজকে দোষ না দিয়ে ইকোসিস্টেমকে বুঝতে হবে। ঠিক কোথায় ভুল হচ্ছে, তা দেখতে হবে। তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব। আমার একটার পর একটা ছবি যখন ফ্লপ হচ্ছিল, তখন বাথরুমে বসে কাঁদতাম। প্রথমে মনে হত, এই পৃথিবীর সমস্ত লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে বিষয়টা এটা নয়। নিজের ভুল গুলো ঠিক করে এগিয়ে গেলেই সাফল্য সম্ভব।”

Advertisement

শাহরুখের (Shah Rukh Khan) কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তাঁর পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement